লাল সন্ত্রাস! ছত্তিশগড়ে মাওবাদী হানায় মৃত ২২, নিশ্চুপ বামপন্থী সেক্যুলার বুদ্ধিজীবীরা

0
858

বঙ্গদেশ ডেস্ক – শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় CRPF এর সুরক্ষা কর্মী ও মাওবাদীদের মধ্যে একটি মারাত্মক লড়াই হয়। এর পরে জেলার এসপি কামলোচন কাশ্যপ জানান এই ঘটনায় ২২ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। এর আগে রবিবার সকালে স্থানীয় ছত্তিশগড় পুলিশ জানিয়েছিল, এই সংঘর্ষের পরে প্রায় ১৫ জন নিরাপত্তা কর্মী নিখোঁজ হয়েছেন এবং ৩০ জন জওয়ান আহত হয়েছেন।

রিপাব্লিক নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ২৩ জন জওয়ানকে বিজাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৭ জনকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। বহু জওয়ান এখনও নিখোঁজ, তাদের ফিরে পেতে ‘কোম্বিং অপারেশান’ চলছে।

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মাওবাদী আক্রমণের বিষয়ে তাঁর বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনার সময়ে তিনি তাঁকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ভাবে জানান।

এই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারের মাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে শোক প্রকাশ করেছেন। তিনি আরও বলেন যে “দেশ তাঁদের বীরত্বের কথা কখনই ভুলতে পারবে না”।

ভারতীয় বিমান বাহিনী শনিবারই সুকমায় আধা-সামরিক বাহিনীকে উদ্ধারকাজে সহায়তার জন্য এমআই – ১৭ হেলিকপ্টার মোতায়েন করেছে। জেলার ‘রিজার্ভ গার্ড’ এর তিন জওয়ানকে সুকমা থেকে চিকিৎসার জন্য রায়পুরে আনা হয়।