মুর্শিদাবাদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ ওয়েসির, আমাদের গরু বানিয়ে দুধ মাখন খেয়েছে সব

0
689

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছে AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েসি। মুর্শিদাবাদে AIMIM আয়োজিত একটি নির্বাচনী সভায় তিনি বক্তব্যও রাখেন। এদিন মুর্শিদাবাদের AIMIM মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আসাদউদ্দিন ওয়েসি। এছাড়াও তিনি অভিযোগ করেছেন যে মুসলমানদেরকে বোকা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময়ে কিছুই করেনি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের জন্য। তিনি আরও দাবী করেছেন যে, মুসলমানরা কিছুই পায়নি। 

ওয়েসি মুর্শিদাবাদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতি একের পর এক বিষোদগার করেন। রাজ্যের মুসলমানদেরকে জন্য কিছুই করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবী করে তিনি বলেন যে CAB এর সময়ে যখন প্রতিবাদ করছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিল। বিরোধিতার সময়ে তৃণমূল সেখানে অনুপস্থিত ছিল। তৃণমূল সুকৌশলে ব্যাপারটি এড়িয়ে গিয়েছে। ওয়েসি আরও বলেন যে, আমাদেরকে বানিয়েছে গরু আর সব দুধ মাখন উনি খেয়েছেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের সময়ে মুসলিম ভোটব্যাংক প্রসঙ্গে বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। 

এদিকে তৃণমূলের মুসলিম ভোটব্যাংক তিন ভাগ হওয়ার সম্ভাবনায় ইতিমধ্যেই তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গত লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন যে হিন্দু মুসলিম লাইনে ভোট হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনেও একই সম্ভাবনা প্রবল। অন্যদিকে তৃণমূলের মুসলিম ভোটব্যাংক তিন ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে ওয়েসির মিম, অন্যদিকে আব্বাস সিদ্দিকীর ISF, সব মিলিয়ে ব্যাপক দুশ্চিন্তায় তৃণমূল শিবির।