তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ, কলকাতা হাইকোর্টে সম্পাদকের জামিন মঞ্জুর

0
419

বঙ্গদেশ ডেস্ক: কলকাতা হাইকোর্ট ‘দার্জিলিং ক্রনিক্যালস’ ওয়েব পোর্টালের সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করল।

‘দার্জিলিং ক্রনিক্যালস’ ওয়েব পোর্টালের সম্পাদককে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগাম জামিন মঞ্জুর করে৷ পশ্চিমবঙ্গ সরকার ওই ওয়েব পোর্টালের সম্পাদক উপেন্দ্র প্রধানের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে একটি সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করার অভিযোগে একটি মামলা দায়ের হয়৷ যা ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারায় আওতায় পড়ে। তিনি একটি আর্টিকেল প্রকাশের পরে এই মামলা করা হয়। প্রধানকে আগাম জামিন দেওয়ার সময় কোর্টের তরফ থেকে আর্টিকেলের বিষয়বস্তু এবং অভিযোগের গতিপ্রকৃতি বিবেচনা করে দেখা হয়।

প্রধানের আইনজীবী আনন্দ ভান্ডারী বলেছেন, “পুলিশ তাঁর মক্কেলকে বারবার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে চলেছে এবং অভিযোগগুলি ভিত্তিহীন। পুলিশ আইপিসির ৫০৫ ধারায় অপরাধ হিসাবে চিহ্নিত করলেও সঠিক তথ্য দাখিল করতে পারেনি।” তিনি আরও জানান, সরকারের দিক থেকে এফআইআর-ও অনেক দেরিতে দায়ের করা হয়েছিল।

মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা শুধু একটাই নয় আরও উদাহরণ আছে। চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার ওপেন্ডিয়ার ইংরেজী সম্পাদক নূপুর জে শর্মা, ওপেন্ডিয়ার হিন্দি সম্পাদক অজিত ভারতী, সিইও রাহুল রোশন এবং নূপুরের স্বামী বৈভব শর্মা এই তিনজনের বিরুদ্ধে এফআইআর করেছিল। বিচারপতি সঞ্জয় কিশান কৌল এবং বিআর গাওয়াইয়ের ডিভিশন বেঞ্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে শুনেছেন এবং স্থগিতাদেশের আদেশ দিয়েছেন। আদালত পশ্চিমবঙ্গ সরকারকেও নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে।

উপেন্দ্র প্রধান দার্জিলিং নিবাসী রাজনৈতিক বিশ্লেষক এবং ‘দার্জিলিং ক্রনিক্যালস’-এর সম্পাদক। এছাড়া ওপেন্ডিয়া সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যমে লেখেন। তিনি পৃথক গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করেন৷ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচক৷ অভিযোগ, সেই কারণেই রাজ্য সরকারের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।