অধীর চৌধুরীকে কি আনুগত্যের পুরস্কার দেওয়া হল

0
520

বঙ্গদেশ ডেস্ক: সোমেন মিত্রর প্রয়াণের পর খালি হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ৷ মাস দেড়েক খালি থাকার পর ওই পদে অধীর চৌধুরীকে বসালেন কংগ্রেস হাইকমান্ড৷ বুধবার গভীর রাতে সেই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা৷ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই মাত্র প্রশ্ন, কেন আবার অধীর চৌধুরীকে কংগ্রেসের প্রদেশ সভাপতির পদে বসানো হল?

রাজনৈতিক পর্যবেক্ষকরা, এই নিয়ে দ্বিধাবিভক্ত৷ তাঁদের একটা অংশের বক্তব্য, পরের বছর বিধানসভা নির্বাচন৷ তার আগে বামেদের সঙ্গে জোটের বিষয়টি পাকা করতে হবে৷ সেই কারণেই অধীরকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাছাড়া অধীর চৌধুরী ছাড়া সেই অর্থে নেতাই নেই বঙ্গ কংগ্রেসে৷ ওমপ্রকাশ মিশ্র, মৌসম বেনজির নূরের মতো যে কয়েকজন দায়িত্ব নেওয়ার মতো নেতা বা নেত্রী ছিলেন, তাঁর অনেক আগেই তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে৷

ফলে অধীর চৌধুরীর উপর ভরসা করা ছাড়া আর কোনও উপায় ছিল না কংগ্রেস হাইকমান্ডের৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য অংশের দাবি, এই সিদ্ধান্তের আসলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ভয় কাজ করছে৷ ২৩ জন বর্ষীয়ান নেতার বিদ্রোহ কংগ্রেসের অন্দরমহলকে নাড়িয়ে দিয়েছে৷ তারা সবদিকেই বিদ্রোহের ভূত দেখছে৷

সেই কারণেই অনুগতদের হাতেই দলের নিয়ন্ত্রণের ভার রাখতে চাইছে গান্ধী পরিবার৷ আর অধীর চৌধুরী সেই অনুগতদের মধ্যেই পড়েন৷ কারণ, তিনি বিদ্রোহীদের দিকে নেই৷ বরং কংগ্রেসের নেতৃত্বভার গান্ধী পরিবারের দিকেই রাখার পক্ষে সরব হয়েছেন৷ আর তাই সেই আনুগত্যের পুরস্কার তাঁকে দেওয়া হল বলে রাজনৈতিক মহলের একাংশের মত৷