লন্ডনের অনুষ্ঠানে ‘বাংলার গর্ব’ সম্মান প্রদান বাঙ্গালী গবেষক তুষার পণ্ডিতকে

0
446

বঙ্গদেশ ডেস্ক:London-এর ‘অ্যাডভাটেক ফাউন্ডেশন’ আয়োজিত ‘বাংলার সংস্কৃতি’ বিষয়ক উৎসবে ‘বাংলার গর্ব’ সম্মাননা পাচ্ছেন সাহিত্য ও সংস্কৃতি গবেষক তুষার পণ্ডিত। কাটোয়া (Katwa) শহরের মাধবীতলার বাসিন্দা তুষার পণ্ডিতকে ২০ জুলাই লন্ডনের (London) হাউস অফ কমনসের চার্চিল হলে এই সম্মাননা দেওয়া হবে ৷ আয়োজক সংস্থার তরফে চেয়ারপার্সন আন্না ফার্থের আমন্ত্রণপত্রও পৌঁছেছে তুষার বাবুর কাছে।

আয়োজক সংস্থার তরফে তুষার পণ্ডিতকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলা ও বাঙালির সাহিত্য এবং সংস্কৃতির নানা দিককে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার কাজে নিরলস ব্যক্তিদের ‘বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হবে৷ সেই অনুষ্ঠানে লর্ডস, ব্যারন, শিল্পপতি, সাংসদ, উচ্চপদস্থ ব্যক্তি সহ মোট ১২০ জন উপস্থিত থাকবেন। তুষার পণ্ডিতের তেভাগা আন্দোলনের সাহিত্য বিষয়ক গবেষণাগ্রন্থটি ওই আন্দোলনের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন শীর্ষস্থানীয় সাহিত্যপত্রে নিয়মিত সাহিত্য বিষয়ক প্রবন্ধ লেখেন কাটোয়া রবীন্দ্র পরিষদ এবং বইমেলা কমিটির সম্পাদক তুষার পণ্ডিত।

এছাড়াও,তাঁর অনেক পরিচয় আছে৷ রবীন্দ্রচেতনা ও সুস্থ সংস্কৃতির প্রসারে নিবেদিতপ্রাণ বলে তিনি পরিচিত৷ দীর্ঘদিন ধরেই বাংলা ভাষার প্রচার ও প্রসার আন্দোলনেরও অন্যতম মুখ তিনি। বিশ্বের দরবারে তাঁর এই সম্মান প্রাপ্তির খবরে সকলেই খুশি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই সম্মান ভীষণ গর্বের।কাটোয়া রবীন্দ্র পরিষদ এবং বইমেলা কমিটির সম্পাদক তুষার পণ্ডিত বহুদিন ধরেই বাঙ্গলা ভাষার প্রচার ও প্রসার নিয়ে কাজ করে চলেছেন৷ প্রথম সারির বিভিন্ন সাহিত্যপত্রে নিয়মিত তাঁর সাহিত্য বিষয়ক প্রবন্ধ সমৃদ্ধ করে চলেছে আপামর জনগণকে৷ তিনি রবীন্দ্রচেতনাকে ছড়িয়ে দিতে চান এবং সুস্থ সংস্কৃতির প্রসারও ঘটাতে চান৷ এ বিষয়ে তিনি নিরলস কাজ করে চলেছেন৷