শাখরুখ খানকে ড্রাগ এনে দেন অর্জুন রামপাল?

0
702

বঙ্গদেশ ডেস্ক:- দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান। বলিউডের ড্রাগ তদন্তে তিন জনপ্রিয় অভিনেত্রীর নাম উঠে এসেছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তবে এবার কি সামনে আসতে চলেছে আরও বড় কোনো সুপারস্টারের নাম? এনসিবি সূত্রে অবশ্য তেমনই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের মধ্যে একজনের নাম ইংরেজি আদ্য অক্ষর ‘এস’ দিয়ে শুরু।বয়স ৫৪ বছর। ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর একজনের নাম শুরু ‘আর’ দিয়ে। তাঁর বয়স ৩৮ বছর।ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবি। তৃতীয় জনের নাম ‘এ’ দিয়ে শুরু। যিনি বলিউডের হার্টথ্রব নায়কদের মধ্যে একজন। সূত্রের খবর অনুযায়ী, তিনি যদিও নিজে ড্রাগ নিতেন না। তবে ড্রাগ কারবারিদের দিয়ে এস এবং আর-এর কাছে ড্রাগ পাঠাতেন তিনিই।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে এই ‘এস’, ‘আর’ এবং ‘এ’?

এইসমস্ত জল্পনা কল্পনা নিয়ে রুপালি জগতে যখন সরগরম, ঠিক তখনই দৈনিক ভাস্কর নামে একটি হিন্দি দৈনিকের দাবি, এই ‘এস’ আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান! ‘আর’ হলেন অভিনেতা রণবীর কপূর এবং ‘এ’ হলেন অর্জুন রামপাল।

দৈনিক ভাস্করের দাবি, নামের আদ্যাক্ষর ‘ডি’ এমন বলিউডি আরেক স্টারও গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন।এই ‘ডি’-কে ডিনো মোরিয়া বলে দাবি করেছে দৈনিক ভাস্কর।

এর আগে রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল ফোন চেক করতে গিয়ে, ‘ডি’ এবং ‘কে’ নামে দু’জনের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া যায়। তদন্ত করতে গিয়েই উঠে আসে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং তাঁর প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম। তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এনসিবির পক্ষ থেকে। এবার দেখার পালা ‘এস’, ‘আর’ এবং ‘এ’-র সূত্র ধরে তদন্ত চালিয়ে কাদের কাদের নাম উঠে আসবে? তবে, তাঁদেরও কি সমন পাঠাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো? সেই আলোচনাতেই মগ্ন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তভার নেওয়ার পর প্রায় দু’মাস হয়ে গেলো। এরমধ্যে হাতে উঠে এসেছে বিস্ময়কর সব তথ্য।এনসিবির আধিকারিক দৈনিক ভাস্করকে জানিয়েছেন যে, ড্রাগস প্যাডলারের সুত্র ধরে জানা যায় যে অর্জুন রামপাল শাহরুখ খানের বাড়িতে ড্রাগস নিয়ে যেতো। কিন্তু ডিনো মোরিয়া কীভাবে ড্রাগস সাপ্লাই করত, সেটা নিয়ে এখনো বিশেষ কিছু জানা সম্ভব হয়নি।