সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয়ের অসম্পূর্ণ স্মারক হাজার বছর পরে সম্পূর্ণ করতে ব্রতী মোদী

0
937

বঙ্গদেশ ডেস্ক: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ভোজপুরের দূরত্ব ৩২ কিমি। ভোজপুরের রাজা মাহমুদ গজনীর ওপর প্রতিশোধ নেওয়ার পর একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। মধ্যপ্রদেশের রায়সেনের বেতওয়া নদীর তীরে অবস্থিত ভোজপুর গ্রামের এই শিব মন্দির। ভগবান শিবের অপমানের বদলা নিতে মাহমুদ গজনীর উপর আক্রমণ করেন ভোজপুরের রাজা। হিন্দু ধর্মের অপমানের প্রতিশোধ নেওয়ার পর রাজা ভোজ এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। তাই এই মন্দিরটি হলো সাম্রাজ্যবাদী জেহাদি শক্তির বিরুদ্ধে হিন্দুত্বের বিজয়ের প্রতীক। কিন্তু এই মন্দিরের কিছু অংশের কাজ বাকি ছিল। কারণ মন্দির নির্মাণ চলাকালীনই মৃত্যু হয় রাজা ভোজের। এবার সেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

জানা গেছে, ১০০০ বছর আগে রাজা ভোজ যখন মন্দির নির্মাণ করেছিলেন তখন গম্বুজ ও কিছু অংশের কাজ বাকি ছিল। রাজার মৃত্যুর পর মন্দিরের সেই কাজ অসমাপ্ত থেকে যায়। হাজার বছর পর সেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এও জানা গিয়েছে যে রাজা ভোজের পরিকল্পনা অনুযায়ী মন্দিরের নকশা হবে। মন্দিরের মধ্যে থাকা শিবলিঙ্গের উচ্চতা হবে প্রায় ২১ ফুট।

প্রায়ই হাজার বছর পর পূরণ হতে চলেছে রাজা ভোজের স্বপ্ন। ফলে স্বভাবতই মোদি সরকারের এই সিদ্ধান্তের পরে মধ্যপ্রদেশের ভোজপুর গ্রামবাসীদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে।