শক্তি সঞ্চয় করছে ভারত, বায়ুসেনার হাতে পঞ্চম প্রজন্মের ফাইটার বিমানের ইঞ্জিন

0
5946

বঙ্গদেশ ডেস্ক: মাসের শুরুতেই সুখবর। ফের একবার সামরিক শক্তিতে চিন, পাকিস্তানকে টেক্কা দিয়ে আরেক কদম এগিয়ে গেলো ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ইঞ্জিন তুলে দেওয়া হচ্ছে বায়ুসেনার হাতে। ইতিমধ্যেই এই ইঞ্জিন তৈরির কাজ‌ও শুরু হয়ে গিয়েছে। দায়িত্বে আছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।

স্বরাজ্যম্যাগের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রথম ভারতের বায়ুসেনার হাতে আসতে চলেছে ফিফথ জেন ফাইটার জেটের ইঞ্জিন, যা সম্পূর্ণ ভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি। ফিফথ জেনারেশন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের জন্য এটি তৈরি করা হচ্ছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ডিআরডিও-র পরিকল্পনা রাফায়েল জেটের জন্য এই ইঞ্জিন অত্যন্ত কার্যকরী হবে।

ডিআরডিও-জানিয়েছে একদম নতুন ধাঁচের ১১০ কিলো নিউটনের ইঞ্জিন তৈরি করা হচ্ছে, যা ভারতকে সামরিক ক্ষেত্রে ভবিষ্যতে দৃঢ়তা প্রদান করবে বলে আশা করা যায়। অত্যাধুনিক ফাইটার জেটের জন্য‌ই এই ইঞ্জিন প্রস্তুত করা হয়েছে, তাই রাফায়েল জেটের জন্যও কার্যকর হবে এটি। ভারতীয় বায়ুসেনাকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই ইঞ্জিন অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা যায়।

এই ইঞ্জিন তৈরির পরিকাঠামো ক্ষেত্রে সহায়তা ও প্রযুক্তিগত সহায়তার জন্য ফ্রান্সের জেট ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা সাফরানের সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে ডিআরডিও-র পক্ষ থেকে। হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের সঙ্গে একযোগে এই ইঞ্জিন বানানোর ব্যাপারে সহায়তা করবে সাফরান, এমনটাই সূত্রের খবর।

এদিকে, বুধবারই সামরিক শক্তিতে ফের সাফল্য এসেছে ভারতের দরবারে। সফল উৎক্ষেপণ করা হয়েছে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। এই মিসাইল ৪০০ কিমি দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত করতে সক্ষম। ডিআরডিও-র তত্ত্বাবধানে পিজে-১০ প্রজেক্টের নিয়ন্ত্রণাধীন এই মিসাইল বুধবার সকাল ১০ টায় উৎক্ষেপণ করা হয়।

এই নিয়ে দ্বিতীয়বার ব্রাহ্মস মিসাইল পরীক্ষা করা হয়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি অতিরিক্ত বুস্টার প্রয়োগ করে এই মিসাইল তৈরি করা হয়েছে। এই মিসাইলের সফল উৎক্ষেপণের ফলে ডিআরডিও-র হাতে এখন ৫০০ কিমি রেঞ্জের মিসাইল তৈরি র‌ইলো।

নতুন ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় ব্রাহ্মসের । কারণ রামজেট ইঞ্জিন ও ফুয়েল ইনজেকশন সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে। সফটওয়ারেও কিছু পরিবর্তন করা হয়েছে। উচ্চ তাপমাত্রায় সফল ভাবে কাজ করতে সক্ষম ব্রাহ্মস।  ভারতীয় সেনার চাহিদা অনুযায়ী এই মিসাইল তৈরি করা হয়েছে ডিআরডিও দ্বারা।

সাফরান উচ্চ শক্তিসম্পন্ন ইঞ্জিন উৎপাদন করার জন্য প্রযুক্তি সরবরাহ করতে হ্যালের-সঙ্গে একত্রে কাজ করতে শুরু করেছে।

হ্যালের চেয়ারম্যান আর মাধবান জানিয়েছেন, “আমরা উচ্চশক্তিসম্পন্ন ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছি। প্রযুক্তিটি রাফায়েল ইঞ্জিনগুলির মতো প্রায় এক‌ই গোত্রীয়। আমরা এই ব্যাপারটাকে সমর্থন করেছি এবং ১১০ কেএন ইঞ্জিন প্রকল্পের জন্যও কার্যকরী করার কথা ভাবছি।”