ভালোবেসে মুসলিম যুবককে বিয়ের পনেরো দিনের মধ্যেই পরিবারে ফিরতে চাইছে তরুণী

0
661

বঙ্গদেশ ডেস্ক:- আন্তঃ-ধর্মীয় বিয়ে সম্পর্কে কান পাতলেই অনেক গুঞ্জন শোনা যায়। সেইসব গুঞ্জনের সত্য মিথ্যা যাচাই করতে গেলে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। সম্প্রতি উত্তরপ্রদেশের বাড়েলিতে একটি হিন্দু পরিবারের মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করার পর পুনরায় বাবা মায়ের কাছে ফিরে আসতে চাইছে। স্বরাজ্যম্যাগের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মেয়েটি মৌলভী সাহেব এবং এক নিকট আত্মীয়ের উপস্থিতিতে বিবাহের শংসাপত্রের উপর টিপছাপ দিয়েছিল।

উত্তর প্রদেশের বরেলিতে আন্ত-ধর্মীয় “প্রেম বিবাহ” নিয়ে একটি চমকপ্রদ ঘটনা মিডিয়ায় উঠে এসেছে, দেখা গিয়েছে একজন মহিলা যে একজন মুসলিম পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল এখন সে ‘তার বাবা-মার কাছে ফিরে যেতে’ চায় বলে অনুনয় বিনয় শুরু করেছে।

মঙ্গলবার তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। মেয়েটি জানিয়েছে, বিলালের সঙ্গে সে পালিয়ে বিয়ে করেএইল, কিন্তু এখন তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায় এবং তাদের সঙ্গেই থাকতে চায়।

এর আগে মেয়েটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেছিল স্ব‌ইচ্ছায় সে বিলালের সঙ্গে চলে গিয়েছে।মেয়েটি এটাও বলেছিল, সে বিলালের সঙ্গে সুখে আছে এবং পরিবার যেন তাকে খোঁজার করার চেষ্টা না করে।

স্থানীয় আদালতে তার বক্তব্যের ভিত্তিতে পুলিশকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

দৈনিক জাগরণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে তার বক্তব্য রেকর্ড করার পরে তাকে একটি নির্দিষ্ট গেট দিয়ে স্থানীয় আদালত চত্বর থেকে বের করে আনা হয়েছিল। মেয়েটির পরিবারের সদস্যরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন এবং শেষ মুহুর্ত পর্যন্ত তারা সেখানেই ছিলেন। খবর পাওয়া গিয়েছে, মেয়েটি ছেলেটির সঙ্গে ১৭ ই অক্টোবর পালিয়ে গিয়েছিল।

মেয়েটি কুইলা থানার অন্তর্গত কোনো একটি এলাকার বাসিন্দা।সে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তার ও বিলালের বিয়ের কথা জানিয়েছিল। পোস্ট করা ভিডিওতে তাকে বারবার বলতে শোনা গিয়েছে, যে সে প্রাপ্তবয়স্কা এবং নিজের ইচ্ছানুসারে বিলালের সঙ্গে বিয়ে করেছে এবং বিলালের পরিবার কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়।

রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলো এই ঘটনার প্রতিবাদ শুরু করে। তাদের অভিযোগ ছিল, মেয়ে যদি স্বইচ্ছায় বিয়ে করে তাহলে তাকে সোশ্যাল মিডিয়া ও আদালতে কেন বয়ান দিতে হচ্ছে সে স্বইচ্ছায় বিয়ে করেছে। কেন বারবার বলছে ছেলেটি এবং তার পরিবার এখানে কোনোভাবেই যুক্ত নয়। শুধুমাত্র তাই নয় তাকে আদালত চত্বরে স্পেশাল গেট দিয়ে কেন বের করে নিয়ে আসা হয়েছে? তার বাবা মায়ের সামনেই বা কেন আসতে দেওয়া হয়নি?

এরপর মেয়েটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিলালের মা-বাবাকে মুক্তি দেওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে এবং ভিডিওতে বিলালের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য তার পরিবারের সদস্যদের কাছে বারবার আবেদন জানিয়েছিল।

ভিডিওটি দেখার পর নেটিজেনদের একাংশ এবং সমাজের শুভচিন্তক ব্যক্তিগণ অভিযোগ করেছিলেন, মেয়েটিকে শ্বশুরবাড়ি থেকে হয়তো চাপ সৃষ্টি করা হয়েছিল তাই সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের জীবন বাঁচাতে বাবা-মাকে বিলাল ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেছিল।