করোনা কালেও মোদী ম্যাজিক অক্ষুণ্ন, বিশ্ব নেতাদের জনপ্রিয়তার শীর্ষে তিনিই

0
516

বঙ্গদেশ ডেস্ক:- করোনা মহামারীর দুঃসময়ে গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। নাহ্ এই মন্তব্য কোন‌ও দক্ষিণপন্থীমনষ্ক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেননি সূদূর মার্কিন এজেন্সি মর্নিং কনসাল্ট দ্বারা করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এজেন্সির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অ্যাপ্রুভাল রেটিং ৫৫। এজেন্সির রিপোর্টে একথাও বলা হয়েছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের মধ্যে সবচেয়ে বেশি। উল্লেখ্য, এই এজেন্সি সমগ্র বিশ্বের নেতা আর সরকারের অ্যাপ্রুভাল রেটিং জারি করে।

সূত্রের খবর, মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স (Morning consult political intelligence) বর্তমানে ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ করিয়া, স্পেন, ব্রিটেন, আমেরিকা এই ১৩ টি দেশের নেতাদের অ্যাপ্রুভাল রেটিং জারি করেছে। এজেন্সির বর্তমান সমীক্ষায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ছাড়া যেসব নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাঁদের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের স্কোর পয়েন্ট ২৯ আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের স্কোর পয়েন্ট ২৭।

আর এই টালমাটাল পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বিশ্বের সবচেয়ে বড় করোনা ভ্যাকসিনের টিকাকরণের অভিযান শুরু করতে চলেছেন। উনি বৃহস্পতিবার গুজরাটের রাজকোটে AIIMS এর শিলন্যাস করার সময় এই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত এই মুহুর্তে বিশ্বের সবথেকে বড় কোভিড-১৯ টিকাকরণ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। উনি বলেছেন, দেশে করোনার নতুন করে আক্রমণ অনেক কমেছে। আমরা এখন থেকেই নতুন বছরে ভারতে বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ‘স্বাস্থ্যই সম্পদ’ বাক্যটির তাৎপর্য ২০২০ সাল আমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছে। এই বছরেই ভারত বিশ্ব স্বাস্থ্যের স্নায়ু কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। ২০২১ এ স্বাস্থ্য পরিষেবায় ভারতের ভূমিকা আরও মজবুত করে তুলতে হবে আমাদের।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ২০২১ সালে দেশবাসীর সমবেত মন্ত্র হওয়া উচিৎ ‘দাওয়াই ভি, কড়াই ভি।” উনি বলেছেন এর আগে আমি বলেছিলাম, ‘যতদিন ওষুধ নয়, ততদিন বিন্দুমাত্র অবহেলা নয়।”