এবার নায়াগ্রা জলপ্রপাত সাজলো তিরঙ্গা আলোয়

বঙ্গদেশ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারত। হাসপাতালের বেড, অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা দেশ। চরম সংকটকালীন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে একাধিক দেশ। ওষুধ, অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তাঁরা। এর মাঝেই পাশে থাকার এক অভিনব বার্তা দিল কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতে ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা।

নায়াগ্রা জলপ্রপাতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নায়াগ্রা পার্ক আগেই টুইট করে জানিয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। প্রতিদিন বাড়ছে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা। এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে আজ রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নায়াগ্রা জলপ্রপাত সেদেশের পতাকার তিনটি রংয়ে আলোকিত করা হবে। আর এই ঘোষণা মতোই সেদেশের স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে আধ ঘণ্টার জন্য নায়াগ্রা জলপ্রপাতে ফুটে ওঠে ভারতের জাতীয় পতাকা।