ভারতের মারে ভীত চীন লাদাখে J-20 মোতায়েন করেছিল, মার্কিন রিপোর্ট

বঙ্গদেশ ডেস্ক – পূর্ব লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময়ে চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ার ফোর্স (পিএলএএফ) তাদের আধুনিক যুদ্ধবিমান জে – ২০ স্টেলথ যোদ্ধাকে মোতায়েন করেছিল, ভারতের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়ার যিনি এই সংস্থার পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন, তিনি এই খবরটি জানিয়েছেন।

সশস্ত্র পরিষেবার সঙ্গে সম্পর্কিত সেনেট কমিটির সামনে একটি বিবৃতিতে বেরিয়ার জানিছিলেন যে পিএলএএফ জে -২০ যোদ্ধাবিমানকে ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে মোতায়েন করেছিল, বিষয়টি স্বরাজ্য তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই পরিচালক আরও বলেছেন, “পিএলএ-এর বিমান বাহিনী সেপ্টেম্বরে জে -২০ স্টেলথ বিমানকে চীনের সীমান্তে মোতায়েন করেছিল।”

২০২০ সালের আগস্টে প্যানগং লেকের দক্ষিণে স্পাংগুর লেকের নিকটে কৈলাশ রেঞ্জের কৌশলগতভাবে সুবিধাজনক উচ্চতাগুলিকে নিয়ন্ত্রণ করছিল পিপলস লিবারেশন আর্মি। এরপরে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তাদের পদক্ষেপ এই অঞ্চলে চীনের অবস্থানগুলি দুর্বল করে তুলেছে । ২০২০ সালের জুলাইয়ে ভারত রাফায়েল যোদ্ধা বিমানের প্রথম ব্যাচ পেয়েছিল।

ভারতের বিরুদ্ধে স্টেলথ যুদ্ধবিমান নিয়োগের পাশাপাশি চীনও ভারতের সঙ্গে সামরিক মোকাবিলায় তিব্বতের বিমান ঘাঁটিতে পরিকাঠামো উন্নত করেছে। প্যাংগং লেকের ঠিক পূর্বদিকে অবস্থিত নগরী গানসা এয়ারবেসে এবং সিকিম ও অরুণাচল প্রদেশের খুব দূরে পিএলএএফ-এর ঘাঁটি, লাসা গঙ্গার বিমানবন্দরের পরিকাঠামো উন্নত করা হয়েছিল।

নাগারি গুনসা ঘাঁটিতে চীন, শত্রু ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের এসেটগুলিকে রক্ষার জন্য বেস তৈরি করেছে।