“ভবিষ্যতের ভারত কি মুসলিম বাসযোগ্য?” ব্যাখ্যা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী

0
637

বঙ্গদেশ ডেস্ক:- সোশ্যাল মিডিয়ার প্রভাবে বর্তমানে বহু এমন পুরানো ভিডিও সামনে উঠে আসে, যা পুরানো হলেও ভিডিওগুলোর বার্তা ভীষণভাবে পজেটিভ এবং তা সহজেই লোকজনের মন জয় করে। যার ফলে শয়ে শয়ে শেয়ার হয় সেই ভিডিও। সম্প্রতি এমন‌ই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন, ‘ভবিষ্যতের ভারতে মুসলিমদের জন্য কোনও স্থান আছে কিনা?’ খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভিডিওটি সেই সময়ের যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী অত্যন্ত পারদর্শীতার সঙ্গে ধৈর্য্য ধরে উত্তর দিয়েছেন। নরেন্দ্র মোদী উত্তরে বলেন, “এই প্রশ্ন তাদের জন্য প্রযোজ্য যারা হিন্দু ও হিন্দুত্বের দর্শন সম্পর্কে কিছুই জানেন না। আগে ভালো করে জানুন হিন্দুত্বের দর্শন কী? হিন্দুত্ব বলে- ‘একম সৎ বিপ্রা বহুধা বদন্তি।’ তিনি আরও বলেন, “সত্য একটাই সেটাকে জানার পথ ভিন্ন হতে পারে। বিশ্বে হিন্দুরাই একমাত্র যারা বলে ঈশ্বর এক এবং অভিন্ন। হিন্দু কখনোই বলে না- মুসলিমের ভগবান, খ্রিষ্টানের ভগবান।”

নরেন্দ্র মোদী একথাও বলেছেন, “হিন্দু ধর্মে বলা হয় ভক্তের ভগবান। যদি ভক্ত পেহেলবান হয় তাহলে ভগবান হনুমান। যেখানে এমন দর্শন আছে সেখানে এই ধরণের প্রশ্ন ওঠা অনর্থক। অর্থাৎ, আমরা হিন্দুত্বকে বুঝে উঠতে পারিনি।”

শুধু এই নয়, নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রসঙ্গ টেনে বোঝান যে কীভাবে ভারত‌ই একমাত্র দেশ যে অন্য জাতির প্রতি সহিষ্ণুতা দেখিয়েছিল। নরেন্দ্র মোদী হিন্দুত্বের মহত্বকে যেভাবে বিশ্লেষণ করেছেন সেই ভিডিও দুটি পার্টে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।