দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেলো না মা বিশালাক্ষীর মন্দির, ঘটনাস্থল হুগলীর হরিপাল

0
614

বঙ্গদেশ ডেস্ক:ইসলামিক বাংলাদেশ থেকে ঘনঘন মূর্তি ভাঙচুরের ঘটনা ও মন্দিরে দুষ্কৃতীদের হানার সংবাদ পাওয়া গেলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও বাংলাদেশের ন্যায় এই সকল ঘটনা বেড়েই চলছে। সম্প্রতি হুগলী জেলার একটি মন্দিরে দুষ্কৃতীদের হানার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হুগলির হরিপাল থানার ইলাহিপুরে অবস্থিত বিশালাক্ষী মন্দিরে এই ঘটনা ঘটে। গত ৫ জানুয়ারী সকালে স্থানীয় হিন্দুরা মন্দিরে পূজা করতে এসে দেখতে পায়, মন্দিরের ভেতরে সমস্তকিছু লণ্ডভণ্ড, এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং মন্দিরের বিগ্রহের গায়ের অলঙ্কারাদি এবং আলমারি থেকে বিগ্রহের শাড়ি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়েছে। দুষ্কৃতীরা মন্দিরের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে।

এর পূর্বেও এই মন্দিরে একাধিকবার এমনই দুষ্কৃতীদের হানার ঘটনা ঘটেছিল। ফলে মন্দিরের কাঠের দরজা পরিবর্তন করা হয় এবং লোহার গ্রিলের দরজা সংযুক্ত করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মন্দিরটি আবারও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো। এই ঘটনায় স্থানীয় হিন্দুরা ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবী তুলেছে।