বাঙ্গালী হিন্দু গণহত্যা প্রদর্শনী বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

0
416

বঙ্গদেশ ডেস্ক:২৭ মার্চ,রবিবার যাদবপুরের পালবাজার এলাকার সংস্কৃতি চক্র প্রেক্ষাগৃহে ‘দ্য বাংলাদেশ ফাইল্‌স’ প্রদর্শিত হ‌ওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আচমকা বাতিল হয়ে যায় ওই প্রদর্শনী। কর্তৃপক্ষের ‘বাঙ্গালী হিন্দু গণহত্যা’ নিয়ে প্রবল আপত্তি থাকায় এই প্রদর্শনী বাতিল হয়েছে। এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থা ‘পশ্চিমবঙ্গের জন্য’। প্রদর্শনী বাতিলের তীব্র প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করেছিল‘পশ্চিমবঙ্গের জন্য’।

গতকাল ১৯৭১ বাঙ্গালী হিন্দু গণহত্যা প্রদর্শনী বাংলাদেশ ফাইলস ইসলামী মৌলবাদ সমর্থক বামপন্থী সংস্থা সংস্কৃতি চক্র তাদের সভাগৃহ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করার প্রতিবাদে যাদবপুর পালবাজারের মোড়ে বিকাল ৫টা থেকে ৬টা অবধি প্রদর্শনীর কিছু চিত্র সহ সকলে সমবেত হয়ে বক্তব্য রাখেন ও প্রদীপ জ্বালানো হয়।

‘পশ্চিমবঙ্গের জন্য’ সংস্থার সদস্যরা প্লাকার্ড হাতে রাস্তায় নেমে সংস্কৃতি চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।পথচলতি মানুষজন এই বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়। এ বিষয়ে বক্তব্য রাখেন মোহিত রায়, রাজু বাগচী প্রমুখ। এছাড়াও উপস্থিত জাতীয়তাবাদীরা পথ চলতি মানুষজনকে ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যা সম্পর্কে অবহিত করেন।

যাদবপুর বিজেপি কর্মী সমর্থক ও উদ্বাস্তু কর্মীবৃন্দ
সংস্থার তরফে মোহিত বাবু এ বিষয়ে বলেছেন, ’৭১-এর বাংলাদেশে ‘বাঙ্গালী হিন্দুদের গণহত্যা’ ইতিহাস পশ্চিমবঙ্গের বামপন্থীরা লুকিয়ে রাখতে চান। তাই এই প্রদর্শনী বাতিল করা হয়েছে। এই প্রদর্শনী বাতিলের প্রতিবাদে যাদবপুর পালবাজারের মোড়ে বিকেল ৫টায় সমবেত হয়েছেন তিনি ও তাঁর সংস্থার সদস্যরা। সেখানেই তাঁরা প্রদর্শনীর চিত্র তুলে ধরেছেন।