আগুন লাগার পরেও – ৪৪

0
625

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯] – [৪০] – [৪১] – [৪২] – [৪৩]

চুয়াল্লিশ

তাহলে আপনি ভট্টাচার্য্যিবাবুর দিকেই রইলেন?” বলল হূণ। 

রিভলভারের সাইলেন্সারটা রুমাল দিয়ে মুছতে মুছতে সৌমিত্র বলে, “তোমার দিকে থেকে আমার কি লাভ ছিল বলো তো? কীই বা পেতাম? এখন দেখো, ভট্টাচার্য্যিবাবু আমার ট্রান্সফারটা করিয়ে দেবেন।”

আপনাকে বাঁচাবে কে? ভট্টাচার্য্যিবাবু? ওরা কারুর হয়না।” বলে হূণ খাটে হেলান দিয়ে বসার চেষ্টা করে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo