স্বজনপোষণ মাপতে নেপোমিটার বানালো সুশান্তের পরিবার৷

বঙ্গদেশ ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউড স্বজনপোষনের অভিযোগে কাঁপছে।
এর মধ্যেই সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি সুশান্তের স্মৃতিতে ‘নেপোমিটার’ নামে একটি অ্যাপলিকেশন আনতে চলেছে। এই অ্যাপলিকেশন কোন সিনেমায় কতটা স্বজনপোষন হয়েছে তা নির্নয় করবে।

প্রধানত প্রযোজক ও পরিচালক সহ কোন ছবিতে কোন একটি পরিবারের কতজন কাজ করছেন নতুন মুখ কতজন কাজ পেয়েছেন তার ওপর ভিত্তি করে কাজ করবে এই নেপোমিটার।
২৫ শে জুন নেপোমিটার বাজারে আসবে বলে জানিয়েছেন বিশাল কীর্তি। এই প্রজেক্টটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ন নয় তাই দেরীও হতে পারে বলে টুইটে তিনি জানিয়েছেন।

একটি টুইটার পোস্টে নেপোমিটারের পক্ষ থেকে জানানো হয়েছে সড়ক ২ ছবিতে স্বজনপোষনের মাত্রা ৯৮%। এখানে চিত্রপরিচালক হলেন মহেশ ভাট,প্রযোজন মুকেশ ভাট,তারকা চরিত্রে মহেশ কন্যা আলিয়া ও সঙ্গে তার দিদি পূজা ভাট।

টুইটারে নেটিজেনরা সড়ক টু বয়কটের ডাক রীতিমতো সাড়া ফেলেছে।