বীরভূমে দুষ্কৃতীদের দেওয়া আগুনে পুড়ে ছাই হনুমান মন্দির

0
762

বঙ্গদেশ ডেস্ক: বীরভূমের লাভপুরে দুষ্কৃতীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি হনুমান মন্দির। রাতের অন্ধকারে দুষ্কৃতীর দল মন্দিরে আগুন দেয় বলে এলাকাবাসীর অভিযোগ। মন্দিরের চালাটি খড়ের হওয়ায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে ভস্মীভূত হয় মন্দিরটি৷ স্থানীয়রা পরদিন সকালে বিষয়টি সম্পর্কে অবগত হন। শুধুমাত্র হনুমানের প্রতিমাটি কংক্রিটের হওয়ায় তা আগুনে পোড়েনি কিন্তু আগুনের তাপে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে তাতে।

লাভপুর থানার মাস্তুল গ্রামে রাস্তার ধারে মন্দিরটি অবস্থিত। স্থানীয় মানুষদের অনুমান যে, ৫ তারিখ রাতে কেউ বা কারা মন্দিরটিতে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। ভোরবেলা স্থানীয়রা পোড়া মন্দির দেখতে পায় এবং খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্তের আশ্বাস দেয় স্থানীয়দের।

স্থানীয় হিন্দুদের মাঝে বর্তমানে বেশ কয়েকটি ঘটনার জেরে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয়রা মন্দিরটি পুনরায় তৈরি করতে কাজে লেগে পড়েন। স্থানীয় হিন্দুরা নিজেরা উদ্যোগ নিয়ে ছাই পরিষ্কারের কাজ শুরু করে এবং জল দিয়ে মন্দির চত্বর ধোয়া শুরু করে৷ ক্ষুব্ধ স্থানীয় হিন্দুরা কিছু সময় এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।