বেলগাছিয়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় গুরুতর আহত, অভিযোগ তৃণমূলের দিকে 

0
587

বঙ্গদেশ ডেস্ক: আবারও পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক হামলার ঘটনা। ঘটনাস্থল বেলগাছিয়া ট্রাম ডিপো এলাকা। অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিজেপির প্রচার সভা শুরু হওয়ার ঠিক পূর্বে সেখানে অতর্কিত আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। এই অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছে বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়। হামলার সময়ে আক্রমণকারীরা বিজেপি কর্মীদের মারধর করা ছাড়াও প্রচার সভার জিনিসপত্র ভাঙচুর করে এবং সভাটি পন্ড করে দেয়। 

সংঘবদ্ধ হামলাকারীদের আক্রমণে শিবাজি সিংহ রায় ছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত বিজেপি সাংসদ অর্জুন সিং এর গাড়ি ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে সাংসদ অর্জুন সিং এর দেহরক্ষীরা শূন্যে গুলি ছোঁড়ে৷ ফলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এই হামলার পর গোটা এলাকা ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। 

স্থানীয় বিজেপি কর্মীদের ভাষ্যমতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত প্রচার সভা শুরুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি কর্মীরা। এই সময়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে অতর্কিত হামলা চালায়। এই হামলায় সাংসদ অর্জুন সিং এর গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয় এবং বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় গুরুতর আহত হয়। এছাড়াও অর্জুন সিং এর গাড়ি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, এমনটাও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে।