নির্বাচনের প্রথম দিনেই বাড়ির উঠোনে উদ্ধার বিজেপি কর্মীর দেহ! অভিযোগ তৃণমূলের দিকে

0
671

বঙ্গদেশ ডেস্ক:- শনিবার সকাল থেকে শুরু হয়েছে বাংলায় নির্বাচন প্রক্রিয়া। আজ মোট ৩০টি আসনে প্রথম দফার নির্বাচন। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি আসনে ভোটগ্রহণ পর্ব চলবে আজ। আর আজ প্রথম দফার নির্বাচনের দিনই উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ।

গতকাল শালবনিতে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। লালমোহন সোরেন নামের ওই বিজেপি কর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজেপি তরফ থেকে অভিযোগের তীর নিশানা করা হয়েছে তৃণমূলের দিকে। তাদের অভিযোগ, তৃণমূলের গুণ্ডারা লালমোহন সোরেনকে মেরে ঝুলিয়ে দিয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ থাকা বিজেপি কর্মীর দেহ আজ সকালে কেশিয়ারিতে উদ্ধার হয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। সকাল বেলায় বাড়ির উঠোনেই ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে।