রবীন্দ্রনাথ-সত্যজিতের নামে নোবেল-অস্কারের সমতুল্য পুরষ্কার প্রদান করবে বিজেপি

0
775

বঙ্গদেশ ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্পীদের স্বীকৃতি দিতে বিশেষ পুরষ্কার চালু করার কথা ভাবছে বিজেপি। সেই পুরস্কারের আন্তর্জাতিক মান থাকবে নোবেল এবং অস্কারের মতো। এবং এই পুরষ্কারগুলি হবে বিশিষ্ট বাঙ্গালী রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যাজিৎ রায়ের নামে। বাংলার মসনদ দখলে এলে ওই সকল পুরষ্কার দেওয়া চালু করবে বিজেপি।

একুশের বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। সেই নির্বাচনী ইস্তেহারের নাম দেওয়া হয়েছে সংকল্প যাত্রা। রবিবার সন্ধ্যায় যা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি অমিত শাহ। সেখানেই পাওয়া গিয়েছে একগুচ্ছ চমক।

বিজেপির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, যে নোবেল পুরষ্কারের আদলে ‘টেগর’ প্রাইজ চালু করা হবে। ভারতের প্রথম নোবেল জয়ী ব্যক্তিকে সম্মান জানিয়ে গণিত, বিজ্ঞান, সাহিত্য, কলা এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রদান করা হবে সেই পুরষ্কার। বিশ্বব্যাপী ওই সকল বিষয়ে কৃতী ব্যক্তিদের দেওয়া হবে ‘টেগর’ পুরষ্কার। গণিতে টেগর পুরষ্কার পাওয়ার অধিকারী হবেন গণিতজ্ঞরাও।

আরেক কৃতী এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব হলেন সত্যজিত রায়। তাঁর সম্মানেও আন্তর্জাতিক মানের পুরষ্কার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি। সত্যজিৎ রায় ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত জগতের শ্রেষ্ঠ সম্মান অস্কার লাভ করেছিলেন তিনি। সেই কারণে তাঁর সম্মানে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদের তুলে দেওয়া হবে ‘সত্যাজিৎ রায়’ পুরষ্কার। এই পুরষ্কারটি হবে আন্তর্জাতিক স্তরের অর্থাৎ বিশ্বের সমস্ত প্রান্তের মানুষ‌ই এই পুরষ্কার লাভের অধিকারী হবেন।

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুরে একটি ফিল্ম সিটি গড়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তিন হাজার কোটি টাকা ব্যয়ে ওই ফিল্ম সিটির নামকরণ করা হবে মহানায়ক উত্তম কুমারের নামে। এছাড়াও বাংলা, রাজবংশী, কুরমালি এবং নেপালি ভাষায় চলচ্চিত্র নির্মাতাদের জন্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথা উল্লেখ রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সেই সঙ্গে ওই সকল ভাষার ছবির প্রযোজকদের আয়করে ছাড় এবং নগদ ভর্তুকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।