বিজ্ঞান ও ঈশ্বরের সহবাসস্থান! NASA-র বিজ্ঞানী দুই বঙ্গতনয়াকে কুর্ণিশ বিশ্বের

0
1084

বঙ্গদেশ ডেস্ক: পড়ার টেবিলে কম্পিউটারের পাশাপাশি রয়েছে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মীর মূর্তি। দেওয়ালে টাঙানো রয়েছে শিব-পার্বতী, কালী এবং অন্যান্য দেব-দেবীর ছবি। একই সঙ্গে অপরজনের পড়ার জায়গায় রয়েছে মহাদেব, শ্রী গণেশ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ। দুই বাঙালি বোনের ঘরের পড়ার এই জায়গাটি নজর কেড়েছে সমগ্র বিশ্বের।

আলোচিত এই দুই মহিলা হলেন- পূজা রায় এবং প্রতিমা রায়। এই মুহূর্তে দুই বোন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-র সঙ্গে যুক্ত। বিজ্ঞান নিয়ে চর্চা করলেও ঈশ্বরের প্রতি ভক্তি একচুল কমেনি। অগাধ বিশ্বাস রয়েছে সনাতন ধর্মের রেওয়াজের প্রতিও। সেই কারণেই নিজের বৈজ্ঞানিক কর্মকাণ্ডের পাশেই স্থান দিয়েছেন সর্বশক্তিমানদের।

পূজা রায় এই মুহূর্তে নাসাতে একজন ইন্টার্ন এবং নিউ ইয়র্ক সিটি কলেজে কম্পিউটার ইঙ্গিনিয়ারিং পড়ছেন। নাসার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘মুন টু মার্স’ প্রোজেক্টে তিনি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে রয়েছেন। প্রতিমা রায় ওই একই কলেজের ছাত্রী। নাসাতে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করছেন। তিনি তার বোনের মতোই মুন টু মার্স প্রোজেক্টে একই ভাবে অংশ গ্রহণ করেছেন।

দুই বোন বিজ্ঞান নিয়ে ডুবে থাকা সত্ত্বেও ভগবানে তাঁদের রয়েছে প্রবল বিশ্বাস। তাঁরা জানিয়েছেন ভগবানের আশীর্বাদ না থাকলে তাঁদের এই স্বপ্ন কখনই পুরণ হতো না। তাঁরা বিশ্বাস করেন যে তাঁদের পরিশ্রম ভগবান স্বচক্ষে দেখেছিলেন এবং তাঁদের নিজেদের লক্ষে পৌছাতে ভগবান অপার শক্তি জুগিয়েছেন। এই দুই বোনের কাহিনীতে এটাই প্রমাণিত হয় যে কোন মানুষ স্বপ্ন দেখতে চাইলে সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা সবসময় থাকে।

চলতি মাসের ১৮ তারিখে সারা বিশ্বে জুড়ে পালিত হয়েছে নারী দিবস। এই বিষয়ে বাদ যায়নি নাসাও। একদিন নয় পুরো মাস ধরেই সেখানে পালন হয়েছে নারী দিবস। এই বছরে নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মান জানানো হয়েছে এই দুই বঙ্গ নারীকে। সম্পর্কে তাঁরা দুই বোন পূজা রায় এবং প্রতিমা রায়।