যতদিন খুশি খেলতে পারবেন ধোনি

0
436

বঙ্গদেশ ডেস্ক: সকলকে অবাক করে দিয়ে গত শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু তাতে তাঁর আইপিএল কেরিয়ারে কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই৷

অন্তত এমনটাই আভাস দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের তরফে৷ তারা চাইছে যে যতদিন ধোনি চাইবেন, ততদিনই তিনি এই হাই প্রোফাইল লিগে খেলতে পারবেন৷ চেন্নাই সুপার কিংসের সিইও হলেন কাশী বিশ্বনাথন৷

যিনি কয়েকদিন আগে আশা প্রকাশ করেছিলেন যে অন্তত ২০২২ সাল পর্যন্ত আইপিএল খেলবেন৷ রবিবার তিনি তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে ধোনি শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে৷

তিনি সিএসকে-র হয়ে খেলা চালিয়ে যাবেন৷ তাঁরা চান যে ধোনি যতদিন চাইবেন, ততদিন খেলতে পারবেন৷ ২০২১ এর পরও ধোনিকে খেলোয়াড় হিসেবে দলে রেখে দেওয়ার পরিকল্পনাও সিএসকে-র রয়েছে বলে জানিয়েছেন কাশী বিশ্বনাথন৷

৩৯ বছর বয়সী এই খেলোয়াড় গত বছর ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ম্যাচটি খেলেন৷ তার পর থেকে তিনি অন্তরালেই ছিলেন৷ আগামী মাসে আবার তিনি বাইশ গজে ফিরতে চলেছেন৷ আইপিএল দিয়েই আবার মাঠে ফিরবেন ধোনি৷

তার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি৷ কিন্তু আরও কতদিন আইপিএল খেলবেন, তা অবশ্য জানাননি৷ ঠিক যেমন অবসরের কথাও কেউ জানতেন না৷ শনিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করেন সিএসকে খেলোয়াড়রা৷

সন্ধে সাতটা পর্যন্ত অনুশীলন চলে৷ তার ঠিক আধঘণ্টা পরই ধোনি অবসর ঘোষণা করেন সকলের অলক্ষ্যে৷ ফলে আইপিএল নিয়েও তিনি এমন কোনও সিদ্ধান্ত নেবেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে৷