ভিসা নীতি এবার ভোটের হাতিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে

0
395

বঙ্গদেশ ডেস্ক: ভিসা নীতি এবার ভোটের হাতিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে৷ H1B ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড কড়া অবস্থান সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু তাতে তিনি সমালোচনার মুখে পড়েন৷ ফলে সেই সিদ্ধান্ত থেকে তিনি পিছিয়ে আসেন৷

শর্তসাপেক্ষে ভিসা নীতিতে কিছু ছাড়ের ব্যবস্থাও করা হয় ট্রাম্প প্রশাসনের তরফে৷ তার পরও ক্ষোভের চোরাস্রোত থেকে গিয়েছে৷ আর সেটা আঁচ করতে পেরে এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের তরফে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ভিসা নীতিকে ভোটের ইস্যু করলেন৷

জানিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্ট হলে গ্রিন কার্ডের দেশীয় কোটা তুলে নেবেন৷ মূলত ভারতীয় বংশদ্ভুত ভোটারদের মন পেতেই এই ঘোষণা করেছেন তিনি৷ প্রসঙ্গত, H1B ভিসা নিয়ে ভারত ও চিন থেকে হাজার হাজার কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে যায়৷ সেখানে মার্কিন সংস্থাগুলিতে কাজ করে৷

কিন্তু চলতি বছরের জুন মাসে ট্রাম্প প্রশাসন জানায় যে যাঁরা অভিবাসী নন, তাঁদের H1B নন ইমিগ্রেন্ট ভিসায় মার্কিন মুলুকে কাজ করতে দেওয়া হবে না৷ যার ফলে অনাবাসী ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল৷ পরে অবশ্য সেই ক্ষোভের বিষয়ে আঁচ করতে পেরে শর্তসাপেক্ষে কিছু ছাড় দেয় ট্রাম্প প্রশাসন৷

একটি ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের সামনে ভিসা নীতির বিষয়টি উত্থাপন করেছেন বাইডেন৷ পাশাপাশি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিনি ক্ষমতায় এলে আরও ভালো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন৷