মাদাগাস্কারে ভারতের ত্রাণ সাহায্য, INS Jalashwa পৌঁছে দেবে চাল, ঔষধ

0
586

বঙ্গদেশ ডেস্ক – মারাত্মক খরার কারণে মাদাগাস্কার একটি ভয়াবহ প্রাকৃতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত এই দ্বীপপুঞ্জটিকে সাহায্য করতে এক হাজার মেট্রিক টন চাল এবং ১,০০,০০০ টি হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট জরুরী ভিত্তিতে মাদাস্কারের উদ্দেশ্যে পাঠিয়েছে বলে লাইভমিন্ট তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মাদাগাস্কারে তাঁর কাউণ্টারপার্টকে আশ্বাস দিয়েছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের একজন প্রতিবেশী হিসাবে মাদাগাস্কারের সরকার ও জনগণ, সর্বদা ভারতের সরকার তথা জনগণের উপরে ভরসা রাখতে পারেন।

লক্ষ্যণীয় বিষয় হল বিগত কয়েক বছর ধরেই ভারত প্রতিবেশী দেশগুলির যেকোন‌ও সঙ্কটের সময়ে সাহায্যের জন্যে ছুটে গেছে। মাদাগাস্কারের পাশাপাশি মালদ্বীপ, সেশেলস, মরিশাস এবং কোমোরোসের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারত সংযোগ বাড়িয়েছে।

ভারত এই কাজের জন্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস জলাশওয়াকে বেছে নিয়েছে। এই সাহায্যটি ২১ থেকে ২৪ মার্চের মধ্যে ম্যাডাগাস্কার বন্দরে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে, এক হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ মাদাগাস্কারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আবার ২০২০ সালের জানুয়ারিতে ভারত, আইএনএস ঐরাবতকে ঘূর্ণিঝড় ডায়ানের সময়ে মাদাগাস্কারে সাহায্য করতে পাঠিয়েছিল। এর নাম ছিল ‘অপারেশন ভ্যানিলা’।

এরপরে আবার ২০২০ সালের মার্চ মাসে, আইএনএস শার্দুলকে উত্তর মাদাগাস্কারে ভারী বন্যার প্রভাব মোকাবেলায় সহায়তার জন্য ৬০০ টন চাল নিয়ে দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছিল।