ফুরফুরা শরীফের জন্য ২.৬ কোটি টাকা বরাদ্দ করলো তৃণমূল সরকার, বিরোধীদের তোপ 

0
780

বঙ্গদেশ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে অস্বস্তিতে তৃণমূল শিবির। নির্বাচনে জয়লাভ করার জন্য কাকুতি মিনতি সহ কিছুই বাদ রাখছে না তৃণমূল। ইতিমধ্যেই, রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন পরিচালনার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধিও জারি হয়ে গিয়েছে। এর মধ্যেই ফুরফুরা শরীফের জন্য রাজ্যের কোষাগার খুলে দিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। ফুরফুরা শরীফের অবকাঠামোগত উন্নয়নের জন্যে ২.৬০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার৷

ফুরফুরা শরীফে ৪০০ টি LED স্ট্রিট লাইট ও ২০ টি উঁচু স্তম্ভ নির্মাণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্যে এই টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আলাদা দল গঠন করে নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা, তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তৃণমূলের এই দুশ্চিন্তা আরও বৃদ্ধি পায়, যখন বাম-কংগ্রেসের সাথে আব্বাস সিদ্দিকী জোট গঠন করে। বিগ্রেড থেকে একসাথে নির্বাচনে লড়ার ঘোষণাও দেয় বাম-কংগ্রেস-আব্বাস জোট। 

তাই ফুরফুরা শরীফের জন্য এই বিশাল অর্থ বরাদ্দের প্রতিক্রিয়ায় বিরোধীরা মোটেই ছাড় দিচ্ছে না তৃণমূলকে। মুসলিম তোষণের জ্বলন্ত উদাহরণ তৃণমূল সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। প্রাক্তন তৃণমূল নেতা দীপ্তাংসু চৌধুরী এই বিষয়টি নিয়ে একটি ট্যুইটে বলেন, ” কিছু অভ্যাস কোনদিনই দূর হয় না। ফুরফুরা শরীফকে ২.৬ কোটি টাকা দেওয়া হলো পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি জারি হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য, এত কিছু করেও তৃণমূল মুসলমানদের মন জয় করতে পারেনি। ”