‘আমি একজন দেশদ্রোহীর পিতা’, বিস্ফোরক মন্তব্য কমিউনিস্ট নেত্রী শেহলা রাশিদের বাবার

0
776

বঙ্গদেশ ডেস্ক:- সোমবার জেএনইউএসইউ লিডার শেহলা রশিদের বাবা আব্দুল রাশিদ শোরা নিজের মেয়ের ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ নিয়ে মুখর হয়েছেন। তাঁর দাবি, “মেয়ে রাজিনীতিতে যোগ দেওয়ার জন্য বিশাল পরিমাণ টাকা পেয়েছেন।” যদিও শেহলা এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা শেহলা রাশিদের বাবা আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীরের ডিজিপিকে চিঠি লিখে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। আবদুল রাশিদ নিজের চিঠিতে দাবি উল্লেখ করেছেন যে, তিনি নিজের মেয়ের থেকেই অসুরক্ষিত। ওনার প্রাণ সংশয় নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছেছে।

আবদুল রাশিদ শোরা জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশককে লিখিত ভাষায় নিজের মেয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, শেহলা রশিদ দেশদ্রোহী কার্যকলাপে যুক্ত। ডিজিপিকে তিন পাতার ইংরেজি চিঠিতে আবদুল রশিদ নিজের মেয়ে শেহলা রশিদকে দেশদ্রোহী আখ্যা দেন।

জম্মু ও কাশ্মীরের ডিজিপিকে লিখিত চিঠিতে শেহলার বাবা আব্দুল রাশিদ দাবি করেন, শেহলা ‘কুখ্যাত ব্যক্তি’ থেকে কাশ্মীরকেন্দ্রিক রাজনীতিতে যোগ দিতে নগদ তিন কোটি টাকা কুক্ষিগত করেছে। এমনকি তিনি শেহলার ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের দাবিও তুলেছে সেই চিঠিতে।

চিঠিতে তিনি লিখেছিলেন, “আমি, শেহলা রাশিদ শোরার পিতা আব্দুল রাশিদ শোরা জানাচ্ছি যে, আমার মেয়ে শেহলা রাশিদের কিছু দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য আমি হুমকির মধ্যে রয়েছি। আমি চাই শেহলা সহ শাকিব (শেহলার অ্যাসোসিয়ট), আসমা রাশিদ, জুবেইদা এর জিমেইল, নয়াদিল্লিতে তাঁদের সম্পত্তি ইত্যাদির চিরুনি তল্লাশি করা দরকার। কারণ, আমার মেয়ে এনজিও এর নাম ভাড়িয়ে ফিরোজ পিরজাদা, জাহুর ভাটালি, রাশিদ এর সঙ্গে হাত মিলে দেশবিরোধী কাজ করছে।”

তিনি আরও বলেছেন, “এই বিষয়টি আমার নজরে আসে যখন ২০১৭ সালে শেহলা হঠাৎ করে কাশ্মীরের রাজনীতি নিয়ে ঝাঁপাঝাঁপি করেছিল। সেই সময় শেহলা প্রথমে ন্যাশনাল কনফারেন্স পার্টিতে এবং পরে জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টিতে যোগদান করে।”

যদিও শেহলা এই অভিযোগকে ভিত্তীহীন বলে দাবি করে। শেহলার অভিযোগ, তাঁর বাবার এই অভিযোগ শুধুমাত্র তাঁকে শ্রীনগরের বাড়িতে ১৭ নভেম্বর প্রবেশ করতে দেওয়া হয়নি সেই রাগ থেকে। তার কারণ ইতিমধ্যে পরিবার আব্দুল রাশিদ শোরার বিরুদ্ধে ডোমেস্টিক ভাওলেন্সের মামলা দায়ের করেছে।

শেহলা রাশিদ আরও বলেছেন, ‘আপনারা সবাই আমার বাবা দ্বারা আমার এবং বোনের বিরুদ্ধে অভিযোগের ভিডিও দেখেছেন। পরিস্কার কথায় বলতে গেলে তিনি নিজেই একজন বউ পেটানো ব্যক্তি। আমরাই ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর ওনার এই মিথ্যা অভিযোগ আমাদের অ্যাকশনের রিয়াকশন।”


শেহলা রাশিদের সম্প্রতি ট্যুইট দেখে এখন বিষয়টি স্পষ্ট যে উনি নিজের বাবাকেও ছাড়তে রাজি নন।