৩০ কেজি হেরোইন, ৮ পাকিস্তানি সহ জাহাজ আটক করল ভারতীয় কোস্ট গার্ড

0
649

বঙ্গদেশ ডেস্ক – ১৬/১১ এর রেশ ভারতবাসীর মন থেকে মুছে যাওয়ার নয়। কিন্তু সেটাই শেষ নয়, পাকিস্তান বারবারই চেষ্টা করছে ভারতের জলসীমাকে ব্যবহার করে হামলা চালাতে কিংবা নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান করতে। গত বৃহস্পতিবার ভারতীয় কোস্টগার্ড এবং গুজরাটের এণ্টি টেরোরিজম স্কোয়াড একটি যৌথ অভিযানে আটজন পাকিস্তানি নাগরিক এবং ৩০ কিলো হেরোইন সহ একটি নৌকা আটক করে।

কোস্ট গার্ডের মতে পাকিস্তানি নৌকাটি ভারতীয় জলসীমায় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছাকাছি এসে ধরা পড়েছিল বলে উইওন নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, এটিএস গুজরাটের সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।

কোস্টগার্ডের এক আধিকারিক জানান, সমুদ্রে যে নৌকাটি এখনও রয়েছে তাকে দেশের বিভিন্ন সুরক্ষা সংস্থা যৌথ তদন্তের জন্য তীরে নিয়ে আসবে। একই সঙ্গে আরও কোনও লুকানো নিষিদ্ধ বস্তু রয়েছে কি না তা জানবার জন্য নৌকাটি ভালোভাবে পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই শ্রীলঙ্কার একটি জাহাজকেও ভারতীয় নৌসেনা আটক করে। তার থেকেও প্রচুর পরিমাণে নেশার দ্রব্য পাওয়া যায়। পাক আইএসআই এখন নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে ব্যবহার করছে নিজেদের উদ্দেশ্যে সাধন করতে।