পুরুলিয়ার হোমে যৌন নির্যাতন, হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ

0
518

বঙ্গদেশ ডেস্ক: পুরুলিয়ার শিমুলিয়ায় আনন্দমঠ জুভেনাইল হোমের নাবালিকারা হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছে। তাদের অভিযোগ, হোম কর্তৃপক্ষের সাহায্যে বহিরাগত ব্যক্তিরা তাদের ওপর যৌন নির্যাতন চালাতো। এ নিয়ে পুরুলিয়া জেলা আদালতের এক বিচারকের কাছে অভিযোগও জানিয়েছেন। হোমের নাবালিকাদের অভিযোগ পেয়ে ভিত্তিতে হোমটিতে পরিদর্শনে যান পুরুলিয়া জেলা আদালতের এক বিচারক। এরপর পুলিশ বাদী হয়ে সুপারিনটেনডেন্ট-সহ তিন জনের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করেছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তে নেমেছে পুরুলিয়া প্রশাসন। তবে প্রশাসন, হোম কর্তৃপক্ষ, জেলা সমাজ কল্যাণ দফতর এই বিষয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পুরুলিয়ার এসপি শুধুমাত্র জানিয়েছেন যে পুলিশ তদন্ত করছে। পুরুলিয়া আদালতের বিচারক হোম পরিদর্শনের পর পুলিশকে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন। ভুক্তভোগী নাবালিকারা পুলিশকে জানিয়েছে যে হোম কর্তৃপক্ষের সহায়তায় বহিরাগত অচেনা এক ব্যক্তি এসে তাদের ওপর যৌন নির্যাতন চালাতো। পুরুলিয়া আদালত একাধিক নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে এবং সেই সাথে তাদের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই হোমে যৌন নির্যাতনের অভিযোগ শোনা গেলেও তা কখনও সামনে আসেনি। কিন্তু প্রশ্ন উঠছে যে, কর্তৃপক্ষ জড়িত যদি না-ই থাকে তবে প্রচুর পুলিশ থাকার পরেও কিভাবে বহিরাগত যুবক ভেতরে প্রবেশ করে? এর আগেও বাম আমলে এই হোম নিয়ে অনেক অভিযোগ শোনা গিয়েছে। তবে সেসব কোন না কোন কারণে প্রকাশ্যে আসেনি। হোম কর্তৃপক্ষ হোমে বহিরাগতের প্রবেশ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি।