সুপারমার্কেটে একের পর এক গণেশ মূর্তি ভাঙলেন মুসলিম মহিলা

0
1077

বঙ্গদেশ ডেস্ক: আসন্ন গণেশ চতুর্থীর জন্য সুপারমার্কেটে সাজিয়ে রাখা হয়েছিল সিদ্ধিদাতার মূর্তি। কিন্তু সাজিয়ে রাখা ওই মুর্তি দেখেই রেগে আগুন হন দুই মুসলিম মহিলা। তাঁদের মধ্যে একজন চিৎকার করে ওঠেন, ‘এটা মুসলিমদের দেশ। এখানে মূর্তি রাখা হয়েছে কেন?’ সেই সঙ্গেই একের পর এক মূর্তি ভেঙে দেন তিনি।

ঘটনাস্থল ভারতের কোনো সুপারমার্কেট নয়, ঘটনাটি ঘটেছে বাহারিনের রাজধানী মানামায় অবস্থিত একটি সুপারমার্কেটে। তবে ভারতের ঘটনা না হলেও ওই দুই মুসলিম মহিলার এই কার্যকলাপের ভিডিও ছড়িয়ে গিয়েছে। ভারতীয় নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে এর চরম নিন্দা করেছেন।

যদিও এই ঘটনা দেখেই বাহারিন পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। সত্ত্বর গ্রেফতার করা হয়েছে তাদেরকে। বাহরিন প্রশাসনের তরফ থেকেও টুইটে এই ঘটনার নিন্দা করা হয়েছে৷ তবু তা সত্ত্বেও আলোচনা থামতেই চাইছে না। নেটিজেনদের একটা বড় অংশের মতে এটি হিন্দুবিদ্বেষের উদাহরণ।

ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা গেছে যে বোরখা পরিহিত দুই মহিলাই প্রথমে মুর্তি ভাঙচুর করেন। তাদেরকে বলতে শোনা যায়, ‘এটা মুসলিম দেশ। মহম্মদ বিন ইশার দেশ। উনি কোনওদিনই এর অনুমতি দেবেন না। পুলিশ ডাকা হোক, দেখি কে ওই মূর্তি পুজো করে।’