১৬ই আগস্ট, ১৯৪৬ – শ্রী গোপাল পাঁঠা স্মরণে

0
1667

নীরব কবি

তিনি বললেন, সহ্য নয়, সাহস দেখাও।
অস্ত্রের সামনে ভীষণ অনর্থক প্রেমের ভাষ্যপাঠ।
আমরা বুঝলাম নিরস্ত্র জনতা, শিশু বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়া দুষ্কৃতী, আমাদের মা মেয়েদের দিকে যারা হাত বাড়াবে, তাদের টুঁটি চেপে ধরাই ধর্ম।
দস্যুকে বধ করাই ধর্মশিক্ষা।

তিনি বললেন, অনেক হয়েছে, অস্ত্র ধরো।
এই রক্তাক্ত রাজপথ হোক তোমার শাস্ত্র, তোমার শিক্ষা।
আমরা ছড়িয়ে গেলাম জনপদের প্রহরী হয়ে,
জনতার সম্ভ্রম সম্পত্তি রক্ষা করার উদ্দেশ্যে, এযেন মাঝসমুদ্রে নৌকার মাস্তুল উঁচিয়ে দুর্যোগ মোকাবিলা।
সেনাপতি, এই তো ক্ষত্রিয়ের দীক্ষা।

এখন এখানে কলমের দর শস্তা,
খাঁড়া তুলে নেওয়া জাতি আজ বিকিয়েছে কলরবে।
তবু, কেউ কেউ সাহসের পতাকা তুলে ধরে,
কেউ কেউ পর্দা ছিঁড়তে চায় ভীষণ তেজে।
সাবধান হও যত জেহাদের মুখোশী দালাল,
আমাদেরই বুকে জেগে আছেন মুখার্জী গোপাল।।