“কালবৈশাখী দেখা দিল কাননে”

0
1109

অনির্বাণ দত্ত 

কালবৈশাখী দেখা দিল কাননে, 

তারপরে হ’ল ক্ষতি-ক্ষয় – 

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে

কি হয় কি হয়, কি জানি কি হয়…

কালবৈশাখী দেখা দিল কাননে!

পুরোনো ফুলের ঘাস

দলিয়ে ঝড়ের গতি বেড়েছে,

উড়ে গেছে, দূরে গেছে

নতুন ফুলের পানে ধেয়েছে;

শুরুতেই ঠোকাঠুকি

‘চুমকি’ও এলি নাকি? কী যে ভয়!

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে

কি হয় কি হয়, কি জানি কি হয়।    

তখনি তো হ’ল দেখা

যেই না নয়ন কিছু চেয়েছে,

জানাজানি হয়ে গেছে

পাঞ্জাবী ম‍্যাচিং শাড়ি পেয়েছে!

জানি না তো কি যে হবে

এরপরে টিকিট পেলে এ হৃদয়…

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে

কি হয় কি হয়, কি জানি কি হয়।

নেসেসিটি বুঝে নিয়ে

ভাতে আর ডালে শুধু মেখেছে;

অপমানে, অভিমানে 

যেতে গিয়ে সেই ফিরে এসেছে।

দিল না টিকিট তাই, যেতে হবে

যাবো কোথা? সংশয়!

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে

কি হয় কি হয়, কি জানি কি হয়।  

প্রথমে চমক ছিল,

তারপরে ভাল লাগা উঠেছে;  

ডুবে গেছে সেই মন,

যে মন দলটা ভেঙে এসেছে!

জানি না তো কি যে হবে

সবকিছু হবে কি মমতাময়?

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে

কি হয় কি হয়, কি জানি কি হয়।

কালবৈশাখী দেখা দিল কাননে

তারপরে হ’ল ক্ষতি ক্ষয়

আসছে চৈত্র মাস, মন তাই ভাবছে 

কি হয় কি হয়, কি জানি কি হয়…