জঙ্গি দমনে কোমর বেঁধে নেমেছে ভারতীয় সেনা, কাশ্মীরকে শান্ত করার ব্লু প্রিন্ট তৈরি

0
684

বঙ্গদেশ ডেস্ক: ব্লু প্রিন্ট হাতে, এবার শুধু অপেক্ষা অপারেশন চালানোর। জম্মু কাশ্মীরের বুকে ৭ জন শীর্ষ জঙ্গি কমান্ডারের তালিকা তৈরি করে ফেলেছে ভারতীয় সেনা। এদের খতম করলেই সন্ত্রাস উল্লেখযোগ্য ভাবে কমবে উপত্যকায়, এমনটাই আশা করা হয়েছে। প্রথম ধাপে এই জঙ্গিদের চিহ্নিতকরণের কাজ চলবে বলে জানানো হয়েছে সেনা সূত্রে।

সেনা সূত্রে খবর, ২০২০ সালে প্রায় ২০০ জন জঙ্গিকে খতম করা হয়েছে। তালিকায় যে সাত জন শীর্ষ জঙ্গি কমান্ডার রয়েছে, তারা উপত্যকায় রীতিমত সক্রিয়। হিজবুলের শীর্ষ নেতা রিয়াজ নাইকো ও ডক্টর সইফুল্লার নিকেশ করার পর এবার একটানা অপারেশন চালাতে মাঠে নেমেছে সেনা, যাতে হিজবুলের মেরুদণ্ড ভেঙ্গে ফেলা যায়।

জি মিডিয়ার সূত্রের খবর, হিজবুল ও লস্করের ৭ নেতার নামের তালিকা তৈরি করা হয়েছে। যারা কাশ্মীরে ঘটা একাধিক নাশকতার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। এদের সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজশ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের, এমনটাই অভিযোগ। ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি ওপর নজর রাখতে এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে চিনা ড্রোন, এমনটাই সূত্রের খবর।

ইতিমধ্যে চিনা ড্রোন হেক্সাকপ্টার ব্যবহার করছে জঙ্গিরা, গোপন সূত্রে জানতে পেরেছে ভারতীয় সেনা। ২০২০ সালের শুরুর দিকে অপারেশন অল আউট পরিচালনা করা হয়েছিল। এর মাধ্যমেই খতম করা হয়েছিল প্রায় ২০০ জঙ্গিকে।

এর আগে পাক মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকুকে খতম করে ভারতীয় সেনা। রিয়াজের দৌলতে হিজবুলে স্থানীয় শিক্ষিত কাশ্মীরি যুবকদের যোগদানের সংখ্যা ক্রমে বাড়তেই থাকে৷ ৬ই মে তাকে সফলভাবে খতম করে সেনা। ২০১৬-তে এনকাউন্টারে মৃত শারিক আহমেদ ভাটের শেষকৃত্যে দেখা গিয়েছিল রিয়াজকে।

তার হাতে ছিল প্রাণঘাতী কালাশনিকোভ। মৃতদেহের দিকে আগ্নেয়াস্ত্র হাতে এগিয়ে এসে পরপর শূন্যে গুলি চালাতে দেখা গিয়েছিল। তখনই শিরোনামে আসে এই নাইকু। রিয়াজ নাইকুর পর আরও এক বড়সড় সাফল্যের পালক যোগ হয় ভারতীয় সেনার মুকুটে। খতম করে দেওয়া হয় হিজবুলের শীর্ষ নেতা সাইফুল্লা ওরফে গাজী হায়দার ওরফে ডক্টর সাহাবকে।

রিয়াজ নাইকুর মৃত্যুর পর হিজবুলের দায়িত্ব নেয় এই সইফুল্লা মীর। রিয়াজ নাইকুর হাত ধরেই হিজবুলে প্রবেশ তার, নাম দেওয়া হয়েছিল গাজী হায়দার। চলতি বছরের মে মাসে রিয়াজ নাইকুর মৃত্যুর পর হিজবুলের দায়িত্ব চলে যায় তার হাতে। কাশ্মীরের ওয়ান্টেড জঙ্গী তালিকায় শীর্ষস্থানে থাকা জঙ্গিদের মধ্যে সবার উপরেই ছিল রিয়াজ নাইকু। সম্প্রতি নিরাপত্তা বাহিনী এই তালিকা তৈরি করেছে এবং এদের নিকেশ করার জন্যেও আর্মড ফোর্সেস তৈরি।