‘ভারতে যত বেশি বিনিয়োগ ততবেশি লাভ’, আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

0
521

বঙ্গদেশ ডেস্ক:- কোভিড পরিস্থিতিতে‌ দাঁড়িয়েও দুনিয়াকে নিজের শক্তির পরিচয় দিয়েছে ভারত ৷ বিনিয়োগের সবচেয়ে বিশ্বস্ত এবং সুবিধাজনক জায়গা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছে ভারত ৷ ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডটেবিলে এভাবেই বিভিন্ন পয়েন্ট তুলে ধরে বিনিয়োগকারীদের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

স্বরাজ্যম্যাগের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশ্ব তথা দেশের প্রথম সারির একাধিক উদ্যোগপতিদের এভাবেই বিনিয়োগের জন্য সাদর আহ্বান জানিয়েছেন মোদী ৷ বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বিনিয়োগকারীরা আজ এমন সব কোম্পানি খোঁজেন যেখানে রয়েছে উচ্চ ব্যবস্থাপনা, সঠিক পরিবেশ পাশাপাশি সামাজিক ও শাসকের কাছে গ্রহণযোগ্যতা‌ও রয়েছে ৷ তাঁর মতে, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে এমন সব অত্যাধুনিক অতিপ্রয়োজনীয় সিস্টেম এবং কোম্পানি আগে থেকেই বর্তমান ৷ অর্থাৎ ভারত বিনিয়োগের সেরা জায়গা।

একইসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করছেন, করোনা মহামারিতে সারা বিশ্বের অর্থনীতি যখন বেসামাল, তখন ভারত মহামারির সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করে অর্থনৈতিক স্থিরতা বজায় রাখতে পেরেছে। দেশের মানুষের সমর্থন, মজবুত অর্থনৈতিক ব্যবস্থা এবং সুস্পষ্ট নীতির জন্যই তা সম্ভবপর হয়েছে ৷ অতএব, বিনিয়োগ করে বিশ্বস্ততার সঙ্গে সুদীর্ঘ লাভবান হতে হলে ভারতের মতো বাজার দ্বিতীয় আর নেই ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস ৷ সুদীর্ঘ আলোচনা হয়েছে ভারতের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়েও ৷ সরকারের তরফে বলা হয় ভারতকে আত্মনির্ভর বানানোর লক্ষ্যে শিল্প ও বাণিজ্যে দরকার বিপুল পরিমাণ বিনিয়োগ ৷

এদিনের বৈঠক ছিল গোটা বিশ্বের বিনিয়োগকারী, ভারতীয় ব্যবসায়ী, ভারত সরকার ও তার ফিনান্সিয়াল মার্কেট নিয়ামকের মধ্যে আলোচনা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি, টাটা গ্রুপের রতন টাটা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটক, HDFC-এর দীপক পারেখ, সান ফার্মার দিলীপ সাংঘ্বি সহ প্রমুখ হেভিওয়েট ব্যক্তিবর্গ ৷ এছাড়াও আমেরিকা, ইউরোপ, কানাডা, কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও বহু বিনিয়োগকারী এই বৈঠকে অংশ নিয়েছিলেন ৷