দেউলিয়া পাকিস্তান: বকেয়া উশুলে বন্ধু ইসলামীয় মালয়েশিয়াতেই আটক পাক বিমান

0
704

বঙ্গদেশ ডেস্ক – পাকিস্তানের অর্থনীতির দেউলিয়া অবস্থা ফুটে উঠল আবারও। এর আগে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তারা হাত পেতেছে বিশ্ব ব্যাঙ্কের সামনে, কিন্তু তাদের নিয়ম মানতে রাজী না হওয়ায় ধার জোটেনি ইমরান খান নিয়াজির। পরে আরব রাষ্ট্রগুলির কাছে সাহায্য চাইলে ধার দেওয়া তো দূর, উলটে বকেয়া আদায়ের জন্য চাপ দেওয়া হয় মদিনা সনদে চলা ইসলামিক পাকিস্তানের উপর। পাকিস্তানের জন্যে অত্যন্ত বিব্রতকর এক অবস্থার সৃষ্টি হয়, যখন মালয়েশিয়ান কর্তৃপক্ষ শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনস (পিআইএ) -এর বোয়িং – ৭৭ এয়ারবাসকে আটক করে।

বিমানের ইএমআই বাবদ প্রদেয় বকেয়া পরিশোধ না করায় মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতের নির্দেশে পিআইএ-র এই বিমানটি আটক করা হয়েছিল বলে ওপ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বোয়িং-৭৭ সহ দুটি উড়োজাহাজকে ২০১৫ সালে ভিয়েতনামের একটি সংস্থা থেকে লিজ নিয়েছিল। তবে তারা ভিয়েতনামী সংস্থার পাওনা পরিশোধে ব্যর্থ হয়।

বিমানটি আটক করার পর পিআইএ-র অফিসিয়াল টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “পিআইএ -র এই বিমানটি নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আদালতে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পিআইএ এবং অন্য একটি পক্ষের মধ্যে আইনি বিবাদ চলছিল, সেই সংক্রান্ত বিষয়ে একটি অধ্যাদেশ বহাল রেখেছিল যুক্তরাজ্যের (ব্রিটিশ) আদালত।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “যাত্রীদের দেখাশোনা করা হচ্ছে এবং তাদের যাতায়াতের বিকল্প ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে।”

‘দ্য ডন’ -এর প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা বিমানটিতে আরোহন করার পরেও কর্তৃপক্ষ বিমানটি দখল করেছে। বিমান ‘সিজ’ হওয়ার কারণে বিমানটির ১৮ জন কর্মীরাও কুয়ালালামপুরে আটকা পড়েছিল। ফলে প্রোটোকল অনুসারে এখন ১৪ দিনের জন্য তাদের পৃথক অবস্থানে থাকতে হবে।