ভারতের জিডিপি আগামী অর্থবর্ষে ১১% বাড়তে পারেঃ ফিচ রেটিং সংস্থা

0
514

বঙ্গদেশ ডেস্ক:- বছরব্যাপী কোভিড-১৯ মহামারীজনিত কারণে ভারতের জিডিপি বৃদ্ধির হার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়, এপ্রিল ২০২০ থেকে মার্চ ২০২১ অর্থবর্ষে। ২০২১ – ২২ নাগাদ ভারতের জিডিপি ১১% হারে বৃদ্ধি পাবে বলে ‘ফিচ রেটিং’ সংস্থা মঙ্গলবার তাদের বিশ্লেষণধর্মী রিপোর্টে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশা করছি যে আগামী অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল ২০২১ থেকে মার্চ ২০২২ -এর মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১১ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। বর্তমান অর্থ বছরে সেটি ৯.৪ শতাংশ হারে কমে যাওয়ার পরেও” রিপাব্লিক নিউজের রিপোর্টে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে।

কোভিড – ১৯ মহামারী এবং লকডাউন পরবর্তী মাসগুলিতে, ভারতের জিডিপি ২০১৯ এর স্তরের থেকেও ২৩.৯ শতাংশ নীচে নেমে এসেছিল। আর এপ্রিল-জুন মাসে অতিমারির ফলে দেশের অর্থনৈতিক কার্যকলাপের প্রায় এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে যায়। এর পর জিডিপি প্রায় ৫.৫ শতাংশ হ্রাস পায়, স্বাস্থ্য সঙ্কটের সঙ্গে লড়াই করে দেশের অর্থনীতি এক নজিরবিহীন আর্থিক মন্দার মধ্যে পড়ে গিয়েছিল। ভারতের সামগ্রিক অর্থবছর ১৯-২০ এর জিডিপি ১১ বছরের মধ্যে নিম্নতম স্থানে পৌঁছে ৪.২ শতাংশে দাঁড়ায়।

ফিচ রেটিংস সংস্থার মতে, কঠোর লকডাউন এবং সীমিত প্রত্যক্ষ অনুদান সহায়তার মধ্যে ভারতে করোনভাইরাসের ফলশ্রুতি স্বরূপ আসা মন্দা বিশ্বের অন্যতম ‘গুরুতর’ একটি অর্থনৈতিক ‘ডিপ্রেশন’ ছিল। তবে ভারতীয় অর্থনীতির জন্য আগামী দিনগুলি উজ্জ্বল দেখাচ্ছে, যার ফলে আগামী অর্থবছর ২১-২২ -এ জিডিপির ১১% বৃদ্ধি প্রত্যাশা করা যাচ্ছে। এটি অত্যন্ত খারাপ অবস্থা থেকে দ্রুত উঠে আসার ইতিবাচক একটি সূচক।