ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে স্যালুট না করায় ছাত্রদের বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ, এটা ইতিহাস: শতরূপ

0
844

নিজস্ব প্রতিনিধি: গত ৮ই জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে দু’ভাগে ভাগ হয়েছিল সোশ্যাল মিডিয়া। একদল যেখানে জ্যোতি বসুর গুনগান করছিলেন, আরেকদল বিরোধিতার পাশাপাশি কুরুচিকর মিম বানাচ্ছিলেন। একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও একদল ওঁকে পশ্চিমবঙ্গের জনক বলে শ্রদ্ধা জানাচ্ছিলেন, আরেকদল নোংরা মিম, কুরুচিপুর্ণ পোস্ট করছিলেন।

রাজনৈতিক সৌজন্যের ধারেকাছে না গিয়ে একে অপরের দলের অন্যতম শ্রেষ্ঠ নেতাদের নিয়ে এইধরনের মন্তব্য, পোস্ট সম্পর্কে DYFI এর রাজ্য কমিটির সদস্য শতরুপ ঘোষের সঙ্গের কথা বললে তিনি বলেন, জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ দুইজনেই বড়মাপের নেতা। ওঁদের জন্মদিনে কুরুচিকর পোস্ট করা একেবারেই কাম্য নয়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর দলেরই সিপিএম নেতা সুজন চক্রবর্তী টুইট করেছিলেন, ‘রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ রদ করতে চেয়েছিলেন আর শ্যামাপ্রসাদ ইংরেজদের সাহায্য করে বাংলা ভাগ করেছিলেন’। এই প্রসঙ্গে শতরূপকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সুজন বাবু টুইট করেছেন মানে? এতো আলাদা করে কিছু বলার নেই। ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে স্যালুট না করার জন্য ছাত্রদের বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ, এটা ইতিহাস।’