‘সব জায়গায় ভারতীয়রা!’, টেক্সাসে জাতিবিদ্বেষের শিকার প্রবাসী বাঙ্গালী মহিলা

0
525

বঙ্গদেশ ডেস্ক:বিদেশের মাটিতে চরম বিদ্বেষের শিকার একদল বাঙ্গালী মহিলা। আমেরিকায় বসবাসকারী একদল বাঙ্গালীকে অত্যন্ত ঘৃণ্যভাবে শুনতে হয়েছে “গো ব্যাক টু ইন্ডিয়া”। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের টেক্সাসে। গত বুধবার রাতে টেক্সাসের ডালাস শহরে একটি পার্কিং লটে এক মেক্সিকান-আমেরিকান মহিলার আক্রমণের মুখে পড়েন একদল ভারতীয় বাঙ্গালী মহিলা।

তাদের দেখে এক মেক্সিকান-আমেরিকান মহিলা চিৎকার করতে থাকেন এবং বলতে শুরু করেন, “ইউ ইন্ডিয়ানস আর এভরিওয়ার, গো ব্যাক টু ইন্ডিয়া” (তোমরা ভারতীয়রা সর্বত্র ঘুরে বেড়াচ্ছো, ভারতে ফিরে যাও)। জাতিবিদ্বেষমূলক এই মন্তব্যের জন্য ওই মহিলাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে টেক্সাস পুলিশ। সোশ্যাল মি়ডিয়ায় রীতিমতো ভাইরাল ওই ভিডিয়ো।
https://www.facebook.com/bidisha.rudra/videos/796395358378513/?flite=scwspnss&mibextid=1BnibGME8S4PAYXY
বুধবার রাতে বিদিশা রুদ্র নামের এক প্রবাসী বাঙ্গালী ফেসবুকে জাতি বিদ্বেষের শিকার হওয়ার কথা শেয়ার করেছেন। সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, কালো পোশাকে এক মহিলা তাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করছেন। প্রচন্ড উগ্রভাবে ওই মহিলা বলেন, যেখানেই যায়, সেখানেই ভারতীয়দের দেখা যায়। ভারত যদি এতই ভাল হয়, তবে তোমরা ভারতেই ফিরে যাও না কেন?


ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, অভিযুক্ত ওই মহিলাকে তারা চেনেন না। বুধবার একটি পার্কিং লটের ভিতর থেকে যাওয়ার সময়ই আচমকা ওই মেক্সিকান মহিলা হাজির হন এবং গালিগালাজ করেন। হঠাৎ জাতিগত বিদ্বেষ প্রকাশ করেন তিনি। আক্রমণের কারণ জানতে চাইলে ওই মহিলা আর‌ও রেগে যান এবং যে মোবাইলে রেকর্ডিং হচ্ছিল, সেটি কেড়ে নিতে যান। তাঁর বান্ধবীর মুখে আঘাতও করেন তিনি। এমনকি গুলি করার হুমকিও দেন।

ওই ঘটনার পরই ডালাসের প্লানো পুলিশের তরফে জানানো হয়েছে, এসমেরাল্ডা উপটন নামক এক মহিলাকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হেনস্থা, শারীরিক আঘাত ও সন্ত্রাসমূলক হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বলেছেন, বন্ড বাবদ ১০ হাজার ডলার জমা দিলে, তবেই ওই মহিলা জামিন পাবেন।