দক্ষিণ ২৪ পরগণায় বিপুলসংখ্যক তাজা বোমা উদ্ধার,ধৃত আলী হোসেন পাইক

0
569

বঙ্গদেশ ডেস্ক: গত ১৬ নভেম্বর দক্ষিণ ২৪ পরগণা জেলার কূল্পী থানার চামনামুনি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে আলী হোসেন পাইক নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণের তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল বোমা মজুদের কারণ খুঁজছে পুলিশ। সর্বমোট ৩৩ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

আলী হোসেন পেশায় একজন দিনমজুর। কিন্তু দিনমজুর হওয়া সত্ত্বেও কেন এতো বোমা বাড়িতে মজুদ করলো আলী হোসেন তা খতিয়ে দেখিছে পুলিশ। গ্রেফতারের পর তাকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয় এবং বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আলী হোসেনের বাড়ি থেকে উদ্ধারকৃত ৩৩টি বোমার মধ্যে সকেট বোমার সংখ্যা ২১টি এবং সুতলী বোমার সংখ্যা ১২টি। ধারণা করা হচ্ছে, বড় ধরণের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বোমাগুলো মজুদ করা হয়েছিল। তবে ধৃত আলী হোসেন বোমা উদ্ধারের পর হাস্যকর দাবী করেছেন। তার দাবী এই যে তার বাড়িতে বোমা কিভাবে এলো সে নিজেই জানে না। তবে তদন্তকারী কর্তারা তার দাবীকে গুরুত্ব দিচ্ছেন না। বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন আল-কায়েদা ও লস্কর জঙ্গী এবং বিপুল পরিমাণ অস্ত্র, বোমা, ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। বলা বাহুল্য, রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে বেআহ চাপে ছিল প্রশাসন। তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে সামনের বিধানসভা নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বোমা মজুদের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী কর্তারা।