শ্বাসকষ্ট হলেই করোনা নয়, হতে পারে রামমন্দিরের খবরে তার দম বন্ধ হয়ে আসছে: তথাগত রায়

0
1242

শেখর দুবে: ৫ ই আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজার ঘোষণা হয়েছে৷ করোনার সময় রামমন্দিরের কাজ বন্ধ রাখার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে জনৈক ব্যক্তি। সম্প্রতি বাংলাদেশ থেকে আপত্তি জানানো হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু করা নিয়ে। সোমবার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে রামমন্দির মন্দির নির্মাণের বিরোধীদের একহাত নেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়৷

ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে লেখা হয়েছে, ‘ শ্বাসকষ্ট হলেই সে যে করোনাতে আক্রান্ত হয়েছে তার কোনও মানে নেই! হতে পারে রামমন্দির নির্মাণের খবরে তার দমবন্ধ হয়ে আসছে।’

রামমন্দিরের নির্মাণকাজ শুরু হওয়াতে হিন্দুদের বড় অংশ খুশি৷ কিন্তু পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনেকে রামমন্দির নির্মাণের কাজে অখুশি। তাঁদের বক্তব্য করোনার মতো মহামারির সময়ে রামমন্দির নির্মাণের প্রয়োজন নেই! এ নিয়ে ফেসবুক টুইটারে কিছু মানুষ প্রতিবাদী পোস্ট করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এঁদেরই জবাব দিতে তথাগত বাবু রামমন্দির ও করোনা সংক্রান্ত পোস্টটি করেছেন।

তথাগত বাবুর পোস্টটি ফেসবুকে অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ প্রায় দেড়হাজার মানুষ পোস্টটি লাইক করেছেন। পাশাপাশি প্রায় ৫০০ মানুষ তথাগতবাবুর পোস্টটিকে শেয়ার করেছেন৷