রায়গঞ্জে বিএসএফ জওয়ানের গুলিতে দুই সহকর্মীর মৃত্যু

0
421

বঙ্গদেশ ডেস্ক: দুই কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে৷ বিএসএফ জওয়ানের গুলিতে ওই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ পরে অভিযুক্ত বিএসএফ জওয়ান রায়গঞ্জ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই ঘটনাটি এদিন সকাল ৮টা নাগাদ ঘটে ওই জেলার মালদাখণ্ড এলাকায়৷ আচমকাই ওই জওয়ান গুলি চালাতে শুরু করে৷ আর তাতেই মহিন্দর সিং ভাট্টি ও অনুজ কুমার নামে দু’জন সহকর্মীকে খুন করে বলে অভিযোগ৷

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার জানান যে ভাট্টি ছিলেন ইন্সপেক্টর ও অনুজ কুমার কনস্টেবল পদে কর্মরত ছিলেন৷ তবে কেন অভিযুক্ত বিএসএফ জওয়ান গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়৷ অভিযুক্তকে জেরা চলছে৷ তার মানসিক অবস্থা যাচাই করা হচ্ছে৷

এই ঘটনার পর ওই এলাকায় শোরগোল পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশ, সেনা বা আধা সেনায় কর্মরতদের এভাবে গুলি চালানোর ঘটনা আগেও ঘটেছে৷

অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে নানা কারণে ক্ষোভ জমে যাওয়ার পর এই ঘটনা ঘটাচ্ছে অভিযুক্তরা৷ বিশেষ করে ছুটি না পাওয়ার ক্ষোভ সবচেয়ে বেশি থাকে৷ এক্ষেত্রেও কি তেমন কিছু ঘটেছে, খতিয়ে দেখছে পুলিশ৷