ফরেন্সিক অডিটর পরীক্ষা করতে চলেছেন সুশান্তর অ্যাকাউন্ট

0
443

বঙ্গদেশ ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস পরীক্ষা করতে মুম্বই পুলিশ এবার সাহায্য নিতে চলেছে একজন ফরেন্সিক অডিটরের৷

পুলিশ কমিশনার পরমবীর সিং একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সুশান্তের ব্যাঙ্ক একাউন্টের প্রতিটি লেনদেনের তথ্য যাচাই করার জন্য তাঁরা এবার একজন ফরেন্সিক অডিটরের সাহায্য নিতে চলেছেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন যে, গত বছর অবধিও সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৮ কোটি টাকা ছিল। কিন্তু একাধিক খাতে খরচ করার জন্য এইবছর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৪.৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে৷ সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে, কিন্তু তাতে কোনওরকম অসঙ্গতি মেলেনি। সুশান্তের উকিল মারফত জানা গিয়েছে যে, গতবছরে সুশান্ত মোট ২.৫ কোটি টাকা জিএসটি বাবদ দিয়েছিলেন এবং প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি অর্থ দান করেছিলেন অসম এবং কেরলের বন্যায়।

তিনি আরো জানিয়েছেন যে, মোট ৫৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী দুইবার পুলিশকে বলেছেন যে তার সঙ্গে সুশান্তের পরিবারের যথেষ্ট বিরোধ ছিল। ২০১৯ সালের অক্টোবরে ইউরোপ ভ্রমণের পর থেকেই সুশান্তের মানসিক স্বাস্থ্য ভাল ছিল না৷ প্রমাণস্বরূপ পুলিশকে সুশান্তের প্রেসক্রিপশনও দিয়েছেন তিনি।

সবশেষে সুশান্তের পরিবারের তরফ থেকে দায়ের করা এফাইআরের প্রসঙ্গে পরমবীর সিং বলেছেন যে, ‘সুশান্তের মৃত্যুর পরে জুন মাসের ১৬ তারিখেও সুশান্তের পরিবার কোনও এফআইআর দায়ের করতে চায়নি৷ তারা জুনমাসে জয়েন্ট কমিশনারের সঙ্গেও দেখা করেছিলেন। তখনও কোনও এফআইআর দায়ের না করলেও পরবর্তীতে বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠানো হলে তারা বারবার অজুহাত দিতে থাকেন।