অতিমারীতে দেবদূত এক ব্যবসায়ী, মাত্র ১ টাকার বিনিময়ে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার

0
616

বঙ্গদেশ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই অক্সিজেনের তীব্র সংকট বড় আকার ধারণ করেছে। বিভিন্ন হাসপাতালে রোগীরা অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে প্রাণ হারাচ্ছেন। এমনকি রোগীর পরিবারের লোকজন অবধি অক্সিজেন যোগাড় করতে বিভিন্ন দিকে দৌড়াদৌড়িও করছেন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদশের হামিরপুরের এক ব্যাবসায়ী ঠিক যেন স্বর্গের দেবদূতের মত আবির্ভূত হলেন।

যেখানে চলতি বাজারে একটি অক্সিজেন সিলিন্ডারের দাম প্রায় ৩০ হাজার টাকা, সেখানে এই ব্যবসায়ী মাত্র ১ টাকার বিনিময়ে রোগীর পরিবারের হাতে তুলে দিচ্ছেন বহুমূল্য এই অক্সিজেন সিলিন্ডার। এই খবর পাওয়া মাত্রই তাঁর কারখানার সামনে লম্বা লাইন‌ পড়েছে। এই পরিস্থিতিতে আবার যাতে অক্সিজেন কালোবাজারে বিক্রি না করে দেওয়া হয়, সেসবের জন্য রোগীর পরিবারের কাছ থেকে RT-pcr টেস্টের রিপোর্ট এবং চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশন এবং আঁধার কার্ডও তথ্য হিসাবে জমা রাখছেন তিনি।

মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে মাত্র এক টাকার বিনিময়ে তিনি তুলে দিচ্ছেন অক্সিজেন সিলিণ্ডার। এই বিষয়ে ব্যবসায়ী মনোজ গুপ্তা জানিয়েছেন, রিমঝিম ইস্পাত ফ্যাক্টরির মালিক তিনি। গতবছর তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন।

ব্যবসায়ীর কথায়, গতবছর নিজে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তিনি যতোটা সম্ভব করোনা রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেখানে দেশে অক্সিজেনের আকাল পড়েছে, সেখানে তিনি নিজের কারখানা থেকে অক্সিজেন সিলিন্ডার ভরে যোগান দিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, প্রতিদিন হাজার করে সিলিন্ডারে অক্সিজেন দেওয়া এই মুহুর্তে সম্ভব হচ্ছে। এইভাবে তাঁর সাহায্যে প্রায় কয়েকশো করোনা রোগীর জীবনে আবারও নতুন করে আশার আলো দেখাতে পেরেছেন তিনি।