বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামলো বাংলাদেশের হিন্দুরা

0
1252

বঙ্গদেশ ডেস্ক: গত সাত মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে গেছে অসংখ্য হিন্দু নির্যাতন। বর্তমানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অন্যতম নতুন অস্ত্র হচ্ছে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ। এই অভিযোগ তুলে অসংখ্য হিন্দু বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয়েছে হামলা,লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। পাশাপাশি ইসলাম অবমাননার অভিযোগে মামলার জালে ফাঁসিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিপীড়ন করা হয়েছে অসংখ্য হিন্দুদের। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিষ্ফল প্রতিবাদ জানাতে জানাতে ক্লান্ত। বিগত কয়েক মাসে সেই পরিস্থিতি দেওয়ালে তাদের পিঠ ঠেকিয়ে দিয়েছে। এবার একজোট হয়ে বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়।

আজ বাংলাদেশের সনাতন বিদ্যার্থী পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, ইসকন,পূজা উদযাপন পরিষদ,শারদাঞ্জলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ প্রভৃতি সংগঠনের ডাকে এক প্রতিবাদ কর্মসূচীর ডাক দেওয়া হয় বাংলাদেশজুড়ে। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রান্তে সমবেত হয়ে রাস্তায় নামে হিন্দুরা। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের নিউ মার্কেট, নোয়াখালীর চৌমুহনী, কুমিল্লার মুরাদনগর, খুলনা, বরিশাল ইত্যাদি সকল জায়গাতেই প্রতিবাদ কর্মসূচী থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দাবী ওঠে। বাংলাদেশ সরকারের একতরফা মুসলিম তোষণের বিরুদ্ধেও তারা আওয়াজ তোলে।

বিক্ষোভ কর্মসূচী থেকে সংখ্যালঘু মন্ত্রণালয়, হিন্দু শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, হিন্দু সম্প্রদায়ের ওপর সকল হামলার বিচার সহ আরও বেশ কিছু দাবী তোলে সাধারণ হিন্দুরা। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের নিউ মার্কেট, কুমিল্লা, বরিশাল ইত্যাদি স্থানে ৪-৫ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে সাধারণ হিন্দুরা। উল্লেখ্য, গত মার্চ থেকে সেপ্টেম্বর এই সাত মাসে বাংলাদেশে ২৭ টি প্রতিমা ভাঙচুর, ২৩ টি মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, ৫ টি শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখল, ১৭ টি হত্যা, ১০ টি হত্যাচেষ্টা, ১১ টি হত্যাচেষ্টা, ৩০ টি ধর্ষণ/ গণধর্ষণ/ নির্যাতন, ৬ টি ধর্ষণ চেষ্টা, ৩ টি শ্লীলতাহানীর কারণে আত্মহত্যা, ২৩ টি জোরপূর্বক অপহরণ, ২ টি অপহরণের চেষ্টা, ৩ টি নিখোঁজ, ২৬ টি বসতভিটা -জমিজমা-শ্মশান থেকে উচ্ছেদ ও ৭৩ টি উচ্ছেদের চেষ্টা, ৪ টি দেশত্যাগের হুমকি ও ৭ টি জোরপূর্বক ধর্মান্তরকরণ, ৮৮ টি বসতভিটা -ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ, ২৪৭ টি দৈহিক হামলায় গুরুতর জখম, হযরত মোহাম্মদকে নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগ তুলে ৪ জনকে আটকের ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার জন্যে বিশ্বব্যাপী গণদাবী তোলাটা এখন সময়ের দাবী।