আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ, আঙুল উঠছে তালিবানের দিকে, মৃত ৩০

বঙ্গদেশ ডেস্ক – আফগানিস্তানের পূর্ব লোগার প্রদেশে শুক্রবার একটি গাড়িতে প্রচণ্ড শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সুরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

লোগর জেলর গভর্নরের মুখপাত্র দিদার লায়াং জানিয়েছেন, গাড়িটি প্রাদেশিক পরিষদের প্রাক্তন প্রধানের বাড়ির কাছে রাখা ছিল। একটি হাসপাতাল থেকে অল্প দূরে পল-এ -আলমের রাজধানী লগরে এই বিস্ফোরণটি ঘটে। এই আক্রমণের অব্যবহিত পরেই বোঝা যায় যে এই হামলার পিছনে কে আছে।

আফগানিস্তানে হিংসার ঘটনা আরও বেড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা। তিনি জানিয়েছেন যে আমেরিকা দুই দশক ব্যাপী বিদেশে নিযুক্ত তাদের সামরিক উপস্থিতিকে শেষ করতে চলেছে এবং ১১ ই সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে।

এই সিদ্ধান্তটি তালিবানদের অত্যন্ত ক্ষুব্ধ করে। কারণ পূর্বের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটি চুক্তি স্বাক্ষরিত হিয়েছিল। এর পরিবর্তে তারা সুরক্ষার জন্যে নির্দিষ্ট গ্যারান্টি দিয়েছিল। সেই চুক্তির সাপেক্ষে পয়লা মে’য়ের মধ্যে মার্কিনী সেনার দেশ ছাড়ার কথা ছিল। বাইডেন সেনা সড়াতে দেরী করাতেই তালিবান জঙ্গীরা ক্ষুব্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, শুক্রবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লোগরের প্রাদেশিক পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাইয়ের মতে প্রায় ৬০ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন যে প্রায় ৪০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। আমেরিকান সেনাদের আফগানিস্তান ছাড়ার দিন যত এগোচ্ছে, তালিবানী হামলা ততোই প্রবল হচ্ছে।