চিন্তায় চীন, ভারতকে সাবমেরিন শিকারি প্লেন বিক্রি করবে আমেরিকা

বঙ্গদেশ ডেস্ক – শুক্রবার ৩০ শে এপ্রিল, পেন্টাগনের প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা বিষয়ক সংস্থা কংগ্রেসকে ছয়টি পি 8 আই সামুদ্রিক নজরদারি বিমানের সম্ভাব্য বিক্রয় সম্পর্কে অবহিত করেছে। আমেরিকা, চীনের মোকাবিলায় ভারতকে সমুদ্রে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে, এরকমটাও বলা চলে।

ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই পি – ৮ আই-এর একটি বিশাল নৌবহর পরিচালনা করছে। আনুমানিক ২.৪২ বিলিয়ন ডলার ব্যয়ে এই সাবমেরিন-শিকারী বিমানটি কেনা হবে।

২০০৯ সালে ২.২ বিলিয়ন ডলারের চুক্তিতে ভারত আটটি পি – ৮ আই বিমান কিনেছিল। ২০১৬ সালে ভারত ২০০৯ -এ করা চুক্তির একটি বিশেষ ধারার অধীনে আরও চারটি পি – ৮ আই বিমান কেনে। ২০১৯ সালেই ভারত সরকার নৌবাহিনীর জন্য অতিরিক্ত দশটি পি – ৮ আই কেনার অনুমোদন দিয়েছিল। তবে পরে এই সংখ্যাটি কমিয়ে ছয় করা হয় বলে স্বরাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বোয়িংয়ের এই ভিডিওটিতে বোঝানো হয়েছে যে কীভাবে ভারতীয় নৌবাহিনীর পি ৮ আই সাবমেরিনগুলিকে ট্র্যাক করে।

ছয়টি নতুন পি ৮ এর বিক্রয় ‘বৈদেশিক সামরিক সেল রুট’ এর মাধ্যমে সম্পন্ন হবে। নৌবাহিনীতে বর্তমানে ২০১৬ সালে চুক্তি করা চারটি পি – ৮ আই কে অন্তর্ভুক্ত করেছে।

বোয়িংয়ের পি ৮ বিমানের প্রথম আন্তর্জাতিক গ্রাহক ছিল ভারত। চুক্তিবদ্ধ সমস্ত পি ৮ যখন নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হবে, তখন ভারতের এই বহরটিতে ১৮ টি বিমান থাকবে এবং গোটা বিশ্বে তারা এই প্ল্যাটফর্মের দ্বিতীয় বৃহত্তম অপারেটর হয়ে উঠবে।

এয়ারক্রাফ্টটি দূরপাল্লার এন্টি সাবমেরিন যুদ্ধ এবং গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন উদ্ধারকারী মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। উড়োজাহাজটি ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর নজরদারি ক্ষমতা বাড়িয়েছে, এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ণিয়ন্ত্রনে রাখার বিশেষ প্রয়োজন ছিল।