মণীশ শুক্লা খুনে গ্রেফতার তৃণমূল নেতা নাসির খান, শাসক দলের যোগ নিয়ে বাড়ছে জল্পনা

0
576

বঙ্গদেশ ডেস্ক : মণীশ শুক্লা খুনে আরও পাকা হচ্ছে শাসক দলের যোগ। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় টিটাগড়ের দাপুটে তৃণমূল নেতা নাসির খানকে। সূত্রের খবর এই নাসির খানই ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিল। আবার নাসির খান নিজেও গুলি চালিয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন। এই নিয়ে মণীশ হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করা হল।

টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেস নেতা নাসির খানকে। সূত্রের খবর নাসিরই গুলি চালিয়েছিল মণীশের উপর। এফ আইআরে তাই নাসিরের নাম উল্লেখ করেছিলেন মণীশের বাবা। গতকাল আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্য খুররমের সঙ্গে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার যোগাযোগের হদিশ মিলেছে।

রবিবারে প্রকাশ্যে দুষ্কৃতীরা গুলি চালায় বিজেপি নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কাছের লোক হিসাবে পরিচিত মণীশ শুক্লার উপর। দুষ্কৃতিদের গুলিতে খুন হন বিজেপি নেতা। এই ঘটনায় ক্রুদ্ধ বিজেপি নেতা অর্জুন সিং। মনীশকে খুনের ঘটনায় অর্জুন সিং তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ঘটনার জন্য শাসক দলকে ফল ভোগ করতে হবে।

সূত্রের খবর খুনের আগে মণীশের উপর নজর রেখেছিল নাসির খানই। এমনকী ভাড়াটে খুনিদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিনি। টাকার হিসেব নিয়েও কথা বলেছিলেন তিনি। নাসিরকে জেরা করে একাধিক তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করছেন সিআইডির তদন্তকারীরা।

পাশাপাশি রাজ্যপাল এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন।

বিজেপি নেতা খুনের ঘটনায় এখন উত্তাল হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি।