ছত্তিশগড়ে আদিবাসী নারী নির্যাতনে উদাসীন বিধায়ক! মঞ্চে কোমর দোলালেন চটুল গানের তালে

0
537

বঙ্গদেশ ডেস্ক:- ছত্তিশগড়ের করিয়া জেলার ভারত সোনহতের কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রী গুলাব কমরোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।ওই ভিডিওতে ওনাকে স্টেজে ড্যান্সারের সাথে উদ্যাম গতিতে ড্যান্স করতে দেখা গিয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে, ওনার সমর্থকরা উৎসাহের সঙ্গে হাততালি বাজাচ্ছে। এর সাথে সাথে দেখা যায়, বিধায়কের সামনে টাকাও ওড়ানো হচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই বিরোধীপক্ষের বিধায়কের ইস্তফার দাবি তুলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধায়ক গুলাব কমরো নিজের এলাকার ঘুটরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। বিয়েতে ছত্তিশগড়ের বিখ্যাত শিল্পী মানিকপুরীর বিখ্যাত গান বাজানো শুরু হতেই কংগ্রেস বিধায়ক আর নিজেকে আটকাতে পারেননি। তিনি স্টেজে উঠে নাচানাচি শুরু করেন। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।

বিরোধীদলীয় নেতাদের বক্তব্য, স্টেজে চটুল গানের ছন্দে কোমর দোলানোর সময় তিনি নিজের পদেমর্যাদাও ভুলে গিয়েছিলেন। উনি বিস্মৃত হয়েছিলেন যে, তিনি গোটা বিধানসভা প্রতিনিধিত্ব করেন এবং উনি সংসদীয় সচিব পদেরও দায়িত্বে‌ও রয়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমালোচিত হলেও বিধায়ক এই ঘটনায় ভুল স্বীকার করতে নারাজ।

উনি সাফাই দিয়ে বলেছেন, আমি গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকার সময় আমার পদমর্যাদা নিয়ে ভাবনা চিন্তা করিনি। তখন একজন সাধারন মানুষ হিসাবেই আর পাঁচজনের সঙ্গে মেলামেশা করেছিলাম, এরজন্য নাচ করা আমার কাছে অন্তত খারাপ কিছু বলে মনে হয়নি। বিজেপির মুখপাত্র অনুরাগ সিংহদেব এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। উনি কটাক্ষ করে বলেন, রাজ্যে একদিকে একের পর এক আদিবাসী মেয়েদের সাথে ঘৃণ্য ঘটনা ঘটে চলেছে। সেদিকে কোনোরকম ভ্রুক্ষেপ না দেখিয়ে বিধায়ক নেচে চলেছেন। ওনাকে ওনার পদ থেকে অবিলম্বে সরানো উচিত।