উইঘুরদের মসজিদ গুঁড়িয়ে শৌচাগার তৈরি করল চীন

0
837

বঙ্গদেশ ডেস্ক: চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের ওপর সরকারের অকথ্য অত্যাচারের কথা গোটা বিশ্ব জানে। মার্কিন যুক্তরাষ্ট্র বহুবার এই বিষয়ে সমালোচনা করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। এর আগে উইঘুরদের জোর করে গর্ভপাত করানো, চুল কেটে নেওয়া সহ একাধিক অভিযোগ তো ছিলই এবার সামনে এলো চীনের কমউনিস্ট সরকারের মসজিদ ভেঙে শৌচাগার, মদের দোকান বানানোর খবর। আশ্চর্যজনকভাবে হলেও, এই বিষয়টি নিয়ে সারাবিশ্বে চর্চা হলেও পাকিস্তান-বাংলাদেশ সহ অন্য কোনো রাষ্ট্র এর বিরুদ্ধে আওয়াজ তোলেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গিয়েছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে সুনতাঘ গ্রামের টোকুল নামক একটি মন্দিরকে কার্যত ধুলোয় মিশিয়ে দেয় সরকার। সেই স্থানে তারপরে শৌচালয় তৈরি করে তারা। সেই শৌচালয়ের ব্যবহার শুরু না হলেও নির্মাণকাজ যে সম্পূর্ণ তা জানা গেছে৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থানীয়দের বয়ান অনুযায়ী, টোকুল মসজিদকে ভেঙে শৌচালয় বানানোর পাশাপাশি সেই অঞ্চলে আরো বহু মসজিদ ভেঙেছে চীন সরকার। তার মধ্যে একটি মসজিদ ভেঙে সেখানে মদ-সিগারেট সহ নেশাদ্রব্যের দোকানও তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন যে ওই অঞ্চলে সকলের বাড়িতেই শৌচালয় রয়েছে। ইসলামে নিষিদ্ধ ‘মদ-সিগারেটের’ দোকান খোলারও কোনো প্রয়োজনীয়তা ছিল না। তবু মসজিদ ভেঙে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য এই কাজ করেছে চীনের কমিউনিস্ট পার্টি।