ভারতের চাপে লাদাখ থেকে সেনা সরাচ্ছে চীন, ড্রোন নজরদারি চালাচ্ছে সেনা

0
754

বঙ্গদেশ ডেস্ক – সম্ভবত, সাম্রাজ্যবাদী চীনের যুদ্ধের শখ মিটিয়ে দিয়েছে ভারত। অন্তত ভারত-চীন সীমান্তে যে আর নতুন করে কোনো সংঘাত চাইছে না বেজিং, সেই বিষয়টি তাদের কাজকর্মে পরিস্কার। সদ্য প্রাপ্ত উপগ্রহ চিত্র থেকে স্পষ্ট, ফিঙ্গার ৪ এবং ফিঙ্গার ৮ এর মধ্যবর্তী এলাকা থেকে চীন নিজের সেনা সরিয়ে নিচ্ছে। এছাড়াও পূর্ব লাদাখের প্যাংগং শো-তে তারা যে ক্যাম্প, মিলিটারি কাঠামো ইত্যাদি নির্মাণ করেছিল, সেগুলিও ভেঙে ফেলতে দেখা গেছে কমিউনিস্ট চীনের সেনাদের।

২০২০ সালের এপ্রিলে চীন প্যাংগং শো-এর উত্তর দিকের ফিঙ্গার অঞ্চলগুলি নিজেদের দখলে নিয়েছিল। ২০২০ সালের এপ্রিলের আগে ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলটিতে ভারত ও চীন, উভয় পক্ষের সেনাই টহল দিত তবে কোনো দেশই এটিকে নিয়ন্ত্রণ বা দখল করার চেষ্টা করেনি।

পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা হঠাৎ করে ফিঙ্গার ৪ এলাকা দখল করায়, ভারতীয় সৈন্যরা আর সেখানে টহল দিতে পারত না। ফলত এই অঞ্চলে তারা নিজেদের দাবিও রাখতে পারত না।

উভয় দেশের সীমান্ত এলাকায় এই অচলাবস্থা কাটাতে, দু’দেশের মধ্যে মোট ৯ দফার আলোচনা চলে। এরপরেই চীন বাধ্য হয় ফিঙ্গার ৪ এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিজেদের প্রাথমিক অবস্থান ফিঙ্গার ৮ এ ফিরে যেতে। অন্যদিকে ভারতীয় সেনা ফিঙ্গার ৩ এর পার্শ্ববর্তী অঞ্চলে ধান সিং থাপা পোস্টে নিজেদের সেনা মোতায়েন রাখবে। চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ চলার সময়ে যেখানে ভারতীয় সেনা অবস্থান করছিল, এই অঞ্চল তার থেকে খুব বেশি দূর নয়। ভারতীয় সেনা এই অবস্থাতেও ড্রোন ফিডের মাধ্যমে চীনের সেনা প্রত্যাহার তথা মিলিটারি স্ট্রাকচার ভেঙে ফেলার উপরে নজর রাখছে। এখানে তৈরি করা পরিকাঠামো, জেটি, হেলি প্যাড গুলিকেও পিপলস লিবারেশন আর্মির সেনাদের নিজের হাতেই ভেঙে ফেলতে দেখা গেছে।

এর আগে কথা দিয়েও চীন বারবার তা রাখেনি ফলে এবার চীন যাতে নিজেদের বক্তব্যে অনড় থাকে তা নিশ্চিত করতে ভারতীয় সেনা সজাগ।

২৯ ও ৩০ আগস্টের রাতে প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে, যেখানে ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শৃঙ্গগুকি দখল করেছিল, দেখা গেছে চীন তার সেনা এবং ভারি ট্যাঙ্কসহ অন্যান্য সরঞ্জামগুলি সেখান থেকে সরিয়ে নিজেদের ‘রুটগ’ -এর ঘাঁটিতে ফিরিয়ে আনতে শুরু করেছে। ভারতও তাদের দখলে থাকা উচ্চতাগুলি থেকে থেকে সাজোয়া বাহিনী এবং সৈন্যদের ফিরিয়ে নিতে শুরু করেছে।